জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। নতুন সিরিয়াল (New Serial) হয়েও অল্পদিনেই টিআরপি (TRP) তালিকাতেও বেশ ভালোই জায়গা করে নিয়েছে দত্ত বাড়ির বৌমা পর্ণা। ধারাবাহিকে পর্ণা চরিত্রে পল্লবী শর্মার (Pallavi Sharma) অভিনয় ইতিমধ্যেই মন ছুঁয়েছে সিরিয়াল প্রেমী দর্শকদের। ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাসকে (Rubel Das)।
সিরিয়ালের আধুনিক যুগের মেয়ে হয়েও পর না ভালোবাসে যৌথ পরিবার পাঁচজনের সংসারে সবাইকে মানিয়ে নিয়েই থাকতে ভালোবাসে সে যেটা এখনকার দিনে সচরাচর দেখা যায় না। তবে এই চরিত্রের সাথে বাস্তবে ঠিক কতটা মিল রয়েছে সিরিয়ালের নায়িকা পল্লবী এ প্রসঙ্গে জানার জন্য সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেত্রীর সাথে।
উত্তরের পল্লবী জানিয়েছেন ‘আমার নিজের সঙ্গে পর্ণার অনেকটা মিল আছে। পর্ণার মতো পল্লবীও কিন্তু হাসিঠাট্টা করতে ভালোবাসে। নিম ফুলের মধু-র পর্ণা যৌথ পরিবারকে এত ভালোবাসে যে মানিয়ে-গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। পল্লবীর মধ্যেও পর্ণার এই গুণ রয়েছে।’
তাহলে কি পর্ণার মতো পল্লবীও যৌথ পরিবারের বৌমা হতে চান? উত্তরে নায়িকা জানান, ‘আসলে ছোটবেলা থেকে তো মা-বাবার ভালোবাসা পাই নি। তাই আমি চাইব যে বাড়িতে আমার বিয়ে হবে সেখানে যেন আমি মা-বাবার ভালোবাসা পাই’। সেইসাথে এদিন তিনি জানান কেমন মনের মানুষ পছন্দ তাঁর।
পল্লবীর বর হতে গেলে থাকতে হবে এই বিশেষ গুণ। পর্দার পর্ণার কথায় ‘আমার যে বর হবে সে যেন আমার খুব ভালো বন্ধু হয়। আমাকে আমাকে সবরকমভাবে সাপোর্ট করবে। একজন দায়িত্বপূর্ণ মানুষ হতে হবে।’ প্রসঙ্গত অভিনেত্রীর ছোটবেলাটা ভালো ছিল না একেবারেই। ছোট থাকতেই হারিয়েছেন মা-বাবা দুজনকেই।
ইতিপূর্বে অভিনেত্রী জানিয়েছেন তিনি যখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ছাত্রী তখনই হারিয়েছেন মাকে। আর মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন বাবা মারা যান। এ প্রসঙ্গে পল্লবী বলেন ‘দেখতাম, সবার মা-বাবা পরীক্ষার সময় ডাবের জল খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে। আমি তখন হবিষ্যি খেতাম’।