• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মোটাদের মোটেই সেক্সী লাগে না’, বিদ্যা বালানকে ‘নোংরা’ বলে কটাক্ষ বেগম কারিনার!

করিনা কাপুর (Kareena Kapoor) এবং বিদ্যা বালান (Vidya Balan)- দু’জনেই বলিউড ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। কাজের সৌজন্যেই আকাশছোঁয়া সাফল্যও পেয়েছেন দু’জনে। কিন্তু এই দুই অভিনেত্রী কিন্তু একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। বলিউডের ‘গসিপ ক্যুইন’ নামে খ্যাত করিনা বেশ কয়েকবার বিদ্যাকে চেহারা নিয়ে ‘খোঁটা’ (Body shame) দিয়েছেন।

‘লাল সিং চাড্ডা’ অভিনেত্রী এমন একজন মানুষ যিনি যখন মুখ খোলেন তখন কাউকে ছেড়ে কথা বলেন না। করিনার কথা নাকি ‘আনফিল্ডার্ড’। তিনি একেবারেই রাখঢাক করে কথা বলতে পারেন না। সোজা কথা মুখের ওপর বলায় বিশ্বাসী। আর ঠিক সেই কারণেই বহুবার বিতর্কেও জড়াতে হয়েছে বেবোকে। একবার যেমন বিদ্যাকেই শরীরের জন্য ‘অপমান’ করে দর্শকদের রোষের মুখে পড়েছিলেন তিনি।

   

When Kareena Kapoor body shamed Vidya Balan

করিনার অনুরাগীরা জানেন তিনি ফিটনেস ফ্রিক। একবার জিরো ফিগার বানিয়ে তাকও লাগিয়ে দিয়েছিলেন তিনি। অপরদিকে বিদ্যার তথাকথিত আদর্শ শরীরের গঠন না হলেও শুধুমাত্র নিজের অভিনয়ের জোরে ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন। যদিও নিজের চেহারা নিয়ে কোনও আক্ষেপ নেই বিদ্যার। কিন্তু একবার এক সাক্ষাৎকারে ‘মিশন মঙ্গল’ অভিনেত্রীকে তাঁর ওজন নিয়ে কথা শুনিয়েছিলেন করিনা।

২০১২ সালে ঘটনা এটি। সেই বছর ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে দিয়েছিলেন বিদ্যা। সেই ছবির জন্যই বেশ কয়েক কেজি ওজনও বাড়াতে হয়েছিল তাঁকে। বিদ্যাকে সেই ছবির জন্য যখন প্রায় প্রত্যেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন, তখন ব্যতিক্রমী ছিলেন একমাত্র করিনা।

When Kareena Kapoor body shamed Vidya Balan

সইফ আলি খানের স্ত্রীর কথায়, ‘মোটা হওয়া মোটেই উচিৎ নয়। যে ব্যক্তি বলেন, মোটা মানে সেক্সি সে বাজে কথা বলছে। কোনও মহিলা যদি বলেন তিনি রোগা হতে চান না তাহলে তিনি মিথ্যে বলছেন। প্রত্যেক মেয়ের স্বপ্ন হল রোগা হওয়া। কিছু কিছু অভিনেত্রী বিষয়টিকে অন্যভাবে দেখেন। তবে আমি কোনও দিন চাইব না আমি মোটা হয়ে যাই’।

এখানেই শেষ নয়, এরপর করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’এ গিয়েও বিদ্যার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন করিনা। করণ তাঁকে জিজ্ঞেস করেছিলেন, যদি কোনও দিন সকালে উঠে তিনি দেখেন বিদ্যা বালান হয়ে গিয়েছেন, তাহলে তাঁর প্রতিক্রিয়া কেমন হবে? জবাবে বেবো সাফ বলেন, ‘আই উট ফিল ডার্টি’। অর্থাৎ আমার নিজেকে দেখে নোংরা মনে হবে। যদিও করিনা বারংবার বিদ্যাকে নিশানা করলেও তিনি কিন্তু কোনও দিন সইফ ঘরণীকে পাল্টা জবাব দেননি।

site