• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাত জন্মের বন্ধনে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা, রইল রূপকথার বিয়ের এক্সক্লুসিভ অ্যালবাম

Published on:

Sidhartha Malhotra Kiara Advani Wedding Picture

সমস্ত জল্পনায় সিলমোহর দিয়েই অবশেষে প্রকাশ্যে এল ‘শেরশাহ জুটি’ (Shershah Couple) সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবাণীর (Sidhartha Malhotra-Kiara Advani) বহু প্রত্যাশিত বিয়ের ছবি (Wedding Picture)। যা প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (Viral) হতে সময় লাগে নি এক মুহূর্তও। বলিউডের নবদম্পতির বিয়ের ছবিতে উপচে পড়েছে একরাশ ভালোবাসার বার্তা।

এদিন সিদ্ধার্থ কিয়ারা দুজনেই যৌথভাবে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন শেরশাহ সিনেমার সেই বিখ্যাত সংলাপ ‘এবার আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেছে’। সেইসাথে নিজেদের আগামী জীবনের সফরের জন্য সকলের ভালোবাসা আর আশীর্বাদ প্রার্থনা করেছেন জুটিতে দুটিতে।

বলিউড,Bollywood,শেরশাহ জুটি,Shershah Couple,সিদ্ধার্থ মালহোত্রা,Sidhartha Malhotra,কিয়ারা আডবাণী,Kiara Advani,বহু প্রত্যাশিত,Most Awaited,বিয়ের ছবি,Wedding Picture,ভাইরাল,Viral

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে নববধূ কিয়ারার পরনে রয়েছে খুব মিষ্টি গোলাপি আভার লেহেঙ্গা আর সেইসাথে নজর কেড়েছে গা ভর্তি হীরের গয়না। অন্যদিকে বরবেশে সিদ্ধার্থ পরেছেন দারুন সুন্দর দেখতে সোনালী রঙের শেওরানী।

প্রসঙ্গত মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগেই জানা গিয়েছে, সিদ্ধার্থ যেহেতু পাঞ্জাবি তাই সেই নিয়ম মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। জানা গিয়েছে সিদ্ধার্থের বাড়ির নিয়ম অনুযায়ী ঢোলকি, চূড়া, গীত-সহ বেশ কিছু অনুষ্ঠানও পালন করা হয়েছে। অভিনেতার মা এবং তাঁর বেশ কিছু বন্ধুরা মিলে ‘ঢোলকি’ অনুষ্ঠান উদযাপন করেছেন। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে ঢোল বাজিয়ে বিয়ে এবং বৈবাহিক জীবনের বিষয়ে নানান গান করা হয়।

বলিউড,Bollywood,শেরশাহ জুটি,Shershah Couple,সিদ্ধার্থ মালহোত্রা,Sidhartha Malhotra,কিয়ারা আডবাণী,Kiara Advani,বহু প্রত্যাশিত,Most Awaited,বিয়ের ছবি,Wedding Picture,ভাইরাল,Viral

বছরের প্রেমপর্ব শেষে একাধিক বাধা অতিক্রম করেই মঙ্গলবার মালা বদল সেরেছেন বলিউডের (Bollywood) এই সেলেব কাপল। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল এই হয় প্রোফাইল বিয়ের আসর।  ঈশা অম্বানি থেকে শুরু করে করণ জোহর- দেশের একাধিক তারকা উপস্থিত ছিলেন ‘শেরশাহ’ জুটির বিয়েতে। বিয়ের ছবি যাতে আগে থেকে ফাঁস না হয় তার জন্য আগে থেকেই গোটা প্যালেস মুড়ে রাখা হয়েছিল কড়া নিরাপত্তার বেষ্টনীতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥