উল্লেখ্য এটাই টেলিভিশনের পর্দায় শুভস্মিতার প্রথম সিরিয়াল। একান্নবর্তী বাঙালি পরিবারের গল্প নিয়ে তৈরী এই সিরিয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে বাস্তব জীবনের ছবি। শংকর ঐশানির সুখ দুঃখের এই সংসারে একদিকে যেমন আছেন মহেশ্বরী দেবীর মতো বড় মনের মানুষ তেমনি রয়েছে মিতালির মত খলনায়িকাও।
উল্লেখ্য ধারাবাহিক শুরুর আগে অনেকেই মনে করেছিলেন এই সিরিয়ালের হাত ধরেই আরো একবার টেলিভিশনের পর্দায় ফিরছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’র দ্বিতীয় সীজন। কিন্তু ধারাবাহিকের গল্প এগোনোর সাথে দর্শকরা বুঝেছেন ধরনটা একই হলেও একেবারে নতুন আঙ্গিকে, নতুন বিষয়বস্তু নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল।
আর এই ফুলির পর এবার সিরিয়ালে আসতে চলেছে আরও একটি নতুন চরিত্র। আজই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ঐশানির সাথে বাড়িতে ঢুকছে একজন পাগল। যার মাথার ঠিক নেই। সামান্য খাবারের জন্য রাস্তার লোকের কাছে মার্ খাচ্ছিলো। তাই তাকে বাড়ি ডেকে এনেছে ঐশ্যানি। এরপরেই দেখা যাচ্ছে খাওয়ার পাত থেকেই বড়ো একটা মাছের মাথা তুলে নিয়েছে হাতে।
এরপরেই তাঁকে দেখে চিনতে পারে মহেশ্বরী। এই পাগলটাই আসলে তাঁর হারিয়ে যাওয়া বড় ছেলে। ধারাবাহিকে এই চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী। বহুদিন পর এমন পাগলের চরিত্রে তাঁর অভিনয় দেখে দর্শকদের মনে পড়ে গিয়েছে রাহুল অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর কথা।