মঙ্গলবার জয়সেলমেরে রাজকীয় অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী কিয়ারা আডবানী (Kiara Advani) এবং অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra)। দীর্ঘ ৩ বছরের সম্পর্কে থাকার পর গাঁটছড়া বাঁধলেন তাঁরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের নানান অনুষ্ঠানের ছবি, ভিডিও। সেই সঙ্গেই নবদম্পতির প্রাক্তন প্রেমিক-প্রেমিকাদের তালিকাও ঘোরাফেরা করছে নেটমাধ্যমে। আজকের প্রতিবেদনে ‘মিসেস মলহোত্রা’র প্রাক্তন প্রেমিকদের (Kiara Advani ex-boyfriends) নাম তুলে ধরা হল।
মোহিত মারওয়া (Mohit Marwah) – ‘ফাগলি’ ছবির সেটে মোহিতের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল কিয়ারার। শোনা গিয়েছিল, শ্যুটিংয়ের চলাকালীন একসঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন দু’জনে। প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্ব এবং এরপর সম্পর্কের সূত্রপাত হয়েছিল বলে খবর। যদিও পরে জানা যায়, অন্য একজন মেয়ের জন্য কিয়ারাকে ছেড়ে দিয়েছিলেন মোহিত।
মুস্তাফা বার্মাওয়ালা (Mustafa Burmawalla) – মোহিতের সঙ্গে ব্রেক আপ হওয়ার পর কিয়ারার নাম জড়িয়েছিল তাঁর ‘মেশিন’ ছবির সহ অভিনেতা মুস্তাফার সঙ্গে। তিনি আবার ছিলেন ‘ফাগলি’ ছবির পরিচালক মাস্তানের পুত্র। শোনা যায়, ‘মেশিন’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই মুস্তাফার সঙ্গে কিয়ারার সম্পর্কের সূত্রপাত।
ছবির শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেও বহু বার একসঙ্গে দেখা গিয়েছিল ‘মেশিন’ ছবির নায়ক-নায়িকাকে। যদিও পরে শোনা যায় বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে। ঠিক কী কারণে মুস্তাফা এবং কিয়ারার ব্রেক আপ হয়েছিল তা এত বছর পরেও জানা যায়নি।
বরুণ ধাওয়ান (Varun Dhawan) – তালিকায় বরুণের নাম দেখে হয়তো অবাক হবেন অনেকেই, কিন্তু কিয়ারার চর্চিত প্রেমিক হিসেবে বহুবার তাঁর নাম উঠে এসেছে। ‘যুগ যুগ জিও’ ছবির নায়ক-নায়িকাকে একসঙ্গে বহুবার ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছিল। এমনকি তাঁদের একটি ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, একসঙ্গে সময় কাটাচ্ছেন দু’জনে।
বরুণ-কিয়ারার একসঙ্গে সময় কাটানোর ছবি-ভিডিও দেখেই নেটপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল। যদিও পরে শোনা যায়, শুধুমাত্র ভালো বন্ধু ছিলেন দু’জনে। উলেখ্য, বরুণ এখন তাঁর ছোটবেলার বান্ধবী তথা স্ত্রী নাতাশা দালালের সঙ্গে সুখে সংসার করছেন এবং কিয়ারাও আজ থেকে সিদ্ধার্থের সঙ্গে নিজের নতুন জীবন শুরু করলেন।