অল্প দিনেই দর্শকদের মন ছুঁয়েছে পর্দার রাধিকা পোখরাজের জুটি। ইতিমধ্যেই ভালোবেসে অনুরাগীরা তাদের নাম দিয়েছেন ‘রাধিরাজ’। সিরিয়ালের শুরুতে দেখা গিয়েছিল রাধিকা পোখরাজ দুজনেই মেডিকেল কলেজের ছাত্র। কিন্তু তাদের তাদের দুজনের পরিবারের মধ্যেই রয়েছে পারিবারিক শত্রুতা। যদিও তারপরেও পরিবারের অমতে গিয়ে নানান পরিস্থিতির চাপে পরিবারের অমতেই বিয়ে করেছিল রাধিকা পোখরাজ।
যদিও এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন রাধিকার এই বিয়ের পেছনে রয়েছে এক অন্য উদ্দেশ্য। সে তার নিজের বাপিকে নির্দোষ প্রমাণ করতে চায়। তার জন্য এখন মিথ্যে গয়না চুরির দোষে সকলের অপমানও সহ্য করতে হচ্ছে তাকে। এতদিন পর্যন্ত দর্শক দেখেছেন পরিবারের সদস্যদের বিরুদ্ধে গিয়েও সব সময় রাধিকার পাশেই দাঁড়িয়েছে পোখরাজ।
কিন্তু এখন পোখরাজও ভুল বুঝছে রাধিকাকে। এমনকি রাধিকার বাবাও তাঁকে বোঝেনি। তবে এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এমনকি মেয়েকে ভুল বোঝার জন্য এখন নিজের কাছেই নিজেকে ছোট লাগছে রাধিকার বাবার। গতকালের পর্বে একথা নিজেই জানিয়েছেন তিনি।