প্রত্যেক বছরের মতো এবছরেও জি বাংলার পর্দায় আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ (Zee Bangla Sonar Songsar Award 2023)। বছরভর বাংলা সিরিয়ালে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় তাদের মধ্যে থেকেই সেরার সেরাদের পুরস্কৃত করা হয় এই অ্যাওয়ার্ড ফাংশনের মধ্যে দিয়ে। এই তালিকায় বাংলা সিরিয়ালের পাশাপাশি থাকে জনপ্রিয় সব নন ফিকশন রিয়ালিটি শো গুলিও।
বিনোদনে ভরপুর এই অনুষ্টানে সব সিরিয়ালের প্রিয় চরিত্ররা এসে ধরা দেন এক ছাদের তলায়। যার ফলে এককথায় বসে চাঁদের হাট। এই অনুষ্টানে ধারাবাহিকের চরিত্রের খোলস ছেড়ে সকলেই ধরা দেন একেবারে অন্য মেজাজে অন্য রূপে। যা দেখে এককথায় মুগ্ধ হয়ে যান দর্শকরাও। বলতে সারাবছর ধরে বিনোদনে ঠাসা এই বিশেষ সন্ধ্যারই অপেক্ষায় থাকেন দর্শক।
যেখানে টিভি সিরিয়ালের প্রিয় জুটিদের দুর্দান্ত সব নাচের পারফমেন্স তো থাকেই। সেই সাথে চলতে থাকে সঞ্চালকদের নানান হাসি ঠাট্টা। নতুন বছরের সাথেই দেখতে দেখতে চলে এসেছে এবছরের সোনার অ্যাওয়ার্ডের একেবারে ঝাঁ চকচকে নতুন প্রোমো। সেখানে যেমন দেখা মিলল জি বাংলার পুরোনো সদস্যদের তেমনি দেখা গেল একাধিক নতুন সিরিয়ালের নতুন জুটিদের।
মিঠাই (Mithai)-সিদ্ধার্থ (Sidhartha) থেকে ঈশান (Ishan)-গৌরী (Gouri), ইন্দ্র-মিতুল,জগদ্ধাত্রী-স্বয়ম্ভু,কুশ-পাখি,আবির-ঝিলমিল, লক্ষ্মী কাকিমা,জুঁই-শুভ্র,তিতির কিংবা নিম ফুলের মধুর পর্ণা (Prana)-সৃজন (Srijan) এবং সৃজনের ঠাম্মি কে নেই সেখানে। দেখা মিলল জি বাংলার আসন্ন নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর দুই সদস্য তথা টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অভিনেতা অঙ্কুশ হাজরারও।
এবছরের সোনার সংসারের প্রোমোতে রাখা হয়েছে মেলার থিম। যার প্রথমেই দেখা যাচ্ছে দত্তবাড়ির পর্ণা আর সৃজন তাঁদের ঠাম্মির চোখে একটা রঙিন সানগ্লাস পরিয়ে দিচ্ছে। তারপরেই একে একে ধরা দিচ্ছে মিতুল,ইন্দ্র গুগলি। দেখা যাচ্ছে ফুচকা খাচ্ছে জগদ্ধাত্রী,স্বয়ম্ভু,জুঁই তো অন্যদিকে মিঠাইয়ের সাথে জিলাপি বানাচ্ছে পর্ণা, তিতির।
আবার জগদ্ধাত্রী মিতুলকে হাতে ধরে শেখাচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো। আর ছেলেদের মধ্যে কখনও সিদ্ধার্থ ,কুশ,সৃজন,ইন্দ্র একসাথে সেল্ফি তুললে তার মধ্যে মুখ বাড়িয়ে দিচ্ছে গৌরী। দেখা গেল ঘরে ঘরে জি বাংলার সঞ্চালক বিশ্বনাথ বসু কে।