• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই কারণে সম্পর্ক ভেঙেছে ছোট পর্দার ঝিলিকের! নিজের মুখেই কারণ জানালেন তিথি

Updated on:

Jhilik actress Tithi Bose opens up about her brek up with Deyudh Pal

জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু (Tithi Bose)। বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকরা যাঁকে চেনেন ঝিলিক (Jhilik) নামেই। স্টার জলসার কালজয়ী সিরিয়াল ‘মা তোমায় ছাড়া ঘুম আসে না’তে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শিশুশিল্পী (Child Artist) হিসাবে এই একটা সিরিয়াল করেই বিরাট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই সিরিয়ালে তাঁর অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।

ছোট্ট ঝিলিকের মাকে খুঁজে না পাওয়ার কষ্ট সেসময় কাঁদিয়ে দিয়েছিল সারা বাংলার দর্শকদের। যদিও ইদানিং আর বাংলা সিরিয়ালে দেখা যায় না এককালের এই জনপ্রিয় শিশুশিল্পীকে। তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বরাবরই সক্রিয় থাকেন অভিনেত্রী। তবে এখন অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চায় থাকে তিথির ব্যক্তিগত জীবন।

Tithi Basu

একটা সময় তিথির সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে থাকতেন তাঁর প্রেমিক তথা বাংলার জনপ্রিয় ক্রিকেটার দেবায়ুধ পালের (Debayudh Pal) ছবি। খুব অল্প বয়সেই প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। যা নিয়ে একসময় কমচর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়। যদিও সেসব পাত্তা না দিয়ে বরাবরই বেশ খুল্লামখুল্লা প্রেম করেছেন ছোট পর্দার ঝিলিক। একসাথে কাটানো দুজনের একাধিক  ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও শেয়ার করতে দেখা যেত অভিনেত্রীকে।

Tithi Basu Debayudh Paul, Tithi Basu boyfriend

যদিও সেসব এখন অতীত। গত বছরের শেষেই ২৪ ডিসেম্বর ছিল তিথির জন্মদিন। বরাবরের মতো এদিনও তিথিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর প্রেমিক দেবায়ুধ। প্রেমিকার জন্মদিনে ভালবাসায় মুড়ে একটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জন্মদিনের আনন্দ নিমেষে বদলে যায় চোখের জলে। পরের দিনেই সম্পর্ক ভেঙে বিচ্ছেদ ঘোষণা করেন তিথি। লিখেছিলেন, ‘আমি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Tithi Basu

যা দেখে এককথায় বেশ অবাক হন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। কারণ জানতে চেয়েছিলেন অনেকে। এবিষয়ে এতদিনে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন অভিনেত্রী। সেখানেই মুখ খুলেছেন দেবায়ুধের সাথে নিজের ব্রেক আপ নিয়েও।

এদিন তিথি খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ‘কোনও সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখনই সমস্যা। মা বাবারা সন্তানের ভাল চেয়ে হয়তো এগুলো করে থাকেন। হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥