বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) দুই জনপ্রিয় অভিনেতা হলেন দেব (Dev) এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। দু’জনেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। যদিও দেবের মতো রাহুলকে এখন আর সেভাবে বড়পর্দায় দেখা যায় না। বরং ছোটপর্দার পরিচিত মুখ হয়ে গিয়েছেন তিনি। ‘দেশের মাটি’, ‘লালকুঠি’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতাকে দেখেছেন দর্শকরা।
সম্প্রতি এই রাহুলই দেবকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেছেন। যা দেখার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। আসলে গত ২৮ জানুয়ারি ইন্ডাস্ট্রিতে ১৭ বছর সম্পূর্ণ করেন ‘প্রজাপতি’ অভিনেতা। সেই দিনই ঘোষণা করেন এবার ব্যোমকেশের (Byomkesh) চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ঘোষণার পর অনেকেই টলি সুপারস্টারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তবে বিষয়টিকে একেবারেই খুশি নন রাহুল! ফেসবুকে দেবকে তীব্র কটাক্ষ করেন তিনি।
বাঙালি দর্শকদের কাছে ব্যোমকেশ শুধুমাত্র একটি চরিত্র নয়, এটি একটি আবেগও। গোয়েন্দা চরিত্রে কখনও দেখা গিয়েছে মহানায়ক উত্তম কুমার, পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়কে। কখনও আবার যীশু সেনগুপ্ত, সুজয় ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যদের। এবার সেই তালিকারই নবতম সংযোজন হতে চলেছেন দেব।
ব্যোমকেশ চরিত্রে অভিনয়ের কথা ঘোষণা করতে গিয়ে দেব লিখেছেন, ‘ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে আমার ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসেবে আমার আগামী সিনেমা ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। সেই সঙ্গেই অভিনেতা জানান, ধীরে ধীরে ছবির বাকি কলাকুশলী, পরিচালকের নাম ঘোষণা করা হবে।
দেবের ব্যোমকেশ হওয়ার খবরে তাঁর ভক্তরা বেজায় খুশি হলেও রাহুল কিন্তু খুব একটা খুশি নন। সোমবার মধ্যরাতে ব্যঙ্গের ছলেই অভিনেতা ফেসবুকে লেখেন, খুশবন্ত সিংয়ের জোকঃ দু’জন পাঞ্জাবি দাবা খেলছেন। বাঙালির জোকঃ দেব ব্যোমকেশ’।
এরপরই ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতার নাম না নিয়েই একটি পাল্টা পোস্ট করেন নামী প্রযোজক রানা সরকার। ‘দেব ব্যোমকেশ ও আঁতেল বাঙালির হাহাকার’ শীর্ষক সেই দীর্ঘ পোস্টের শেষে তিনি লেখেন, ‘দেবের ব্যোমকেশ ভালো না খারাপ তা দর্শক বুঝে নেবে, ফিল্ম দুনিয়ার আঁতেল বাঙালি চাপ নেবেন না, জয় ব্যোমকেশ, জয় দেব’। নাম না নিলেও রানা এই পোস্টের মাধ্যমে ঠিক কাকে নিশানা করেছেন তা বুঝে নিতে নেটিজেনদের কোনও অসুবিধাই হয়নি।