• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাইনালে অবিচার হল! পদ্ম নয় কাবোই আসল বিজেতা, সারেগাপামা নিয়ে ক্ষোভ প্রকাশ দর্শকদের

গতকাল অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি রবিবার হয়ে গেল গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ এর গ্র্যান্ড ফিনালে (SaReGaMaPa Grand Finale 2023)। বিগত ৭ মাসেরও বেশি সময় ধরে সংগীতের মঞ্চে চলতে থাকা সেরার লড়াই শেষ হল। জি বাংলা (Zee Bangla) সারেগামাপা ২০২২ এর গ্র্যান্ড ফিনালেতে যুগ্মভাবে বিজয়ী হলেন পদ্ম পলাশ (Padma Palash) ও অস্মিতা কর (Ashmita Kar)। দ্বিতীয় হলেন অ্যালবার্ট কাবো ও তৃতীয় হলেন সোনিয়া গজমে।

২০২২ এর জুন মাসে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের নিয়ে শুরু হয়েছিল গানের রিয়েলিটি শো-টি। একে একে বাকিদের টেক্কা দিয়ে ফিনালেতে পৌঁছেছিলেন ৬ জন প্রতিযোগী। পদ্ম পলাশ, অস্মিতা,অ্যালবার্ট কাবো, সোনিয়া, ঋদ্ধিমান ও বুলেটকে নিয়ে শুরু হয়েছিল ফিনালের প্রথম পর্ব। যেখানে ঋদ্ধিমান ও বুলেট বাদ পরে যান।

   

Saregamapa 2023 Padma Palash Ashmita Winner Albert Kabo becomes second

এরপর বাকি চারজনকে নিয়েই শুরু হয় দ্বিতীয়পর্ব। তাদের মধ্যে থেকেই বিচারকদের মতে বিজেতা ও বাকি দ্বিতীয় তৃতীয় প্রতিযোগীদের বেছে নেওয়া হয়। এদিন মঞ্চে বিচারকের আসনে উপস্থিত ছিলেন শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা। তবে ফাইনাল উপলক্ষে বিশেষ বিচারক হিসাবে হাজির ছিলেন সোনু নিগম ও কুমার শানু।

বিচারকদের বিচারে পদ্ম পলাশ ও অস্মিতা ফিনালের মঞ্চে বিজেতা হয়েছেন। তবে এই সিদ্ধান্তে খুব একটা খুশি নন দর্শকদের একাংশ। কারণ নেটপাড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। দর্শকদের দাবি অ্যালবার্ট কাবো আসল বিজেতা হওয়ার যোগ্য। বিচারকরা একচোখামি করেছেন, নাহলে গোটা সিজেন একই ধরণের গান গেয়ে কিভাবে জিতে গেল পদ্ম!

Netigens not happy with Padma Palash winning Saregamapa 2022

শুধু তাই নয়, পদ্মপলাশের সাথে অস্মিতার যুগ্ম বিজেতা হওয়া নিয়েও জুটেছে সমালোচনা। কেন অস্মিতাকে প্রথম করা হল? এই প্রশ্নও তুলেছেন অনেকেই। কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, আসলে সবটাই টাকার খেলা। সব আগে থেকেই ফিক্স ছিল। প্রিয় প্রতিযোগীকে বিজেতা হতে না দেখায় অনেকেই সারেগামাপা বয়কটের ডাক তুলেছেন।

প্রসঙ্গত, বিজেতাদের নিয়ে অসন্তুষ্টি এই প্রথমবার হয়নি। এর আগের সিজেনে বিজেতা হয়েছিলেন অর্কদীপ মিশ্র। তাকে নিয়েও বিস্তর অভিযোগ উঠেছিল। চ্যাম্পিয়ান ঘোষণা হওয়ার পরেই মেন্টরদের দিকে আঙ্গুল তুলেছিল ক্ষুদ্ধ নেটিজেনরা। তবে গতবারের মত এবারেও চ্যানেলের পক্ষ থেকে এই সমালোচনা বা কটাক্ষের কোনো উত্তর এখনো পর্যন্ত মেলেনি।

site