গত বছরের শেষেই মা হয়েছেন বলিউড (Bollywood) অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। নভেম্বরেই বঙ্গতনয়ার কোল আলো করে এসেছে একরত্তি কন্যা সন্তান দেবী বসু সিং গ্রোভার (Devi Basu Singh Grover)। সেই থেকেই মেয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করেন বিপাশা। এখন বিপাশা এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) সবটুকু জুড়েই রয়েছে তাদের মেয়ে দেবী।
যা দেখামাত্রই নিমেষে মন ভালো হয়ে যায় সকলের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মেয়ে দেবীর সাথে কাটানো আরও একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। যদিও এদিনও অভিনেত্রী মুখ দেখাননি মেয়ের। এদিন বিপাশার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে খুদে দেবীর ছোট্ট ছোট্ট পা ধরে চোখ বন্ধ করে নিজের গালে ঠেকাচ্ছেন বিপাশা। নতুন মা বিপাশার পরনে রয়েছে হালকা আকাশি টপ আর দেবী পরে রয়েছে আকাশি রঙের প্রিন্টেড টি-শার্ট।
View this post on Instagram
এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার জীবনে সবথেকে সুন্দর চরিত্র হল আমি দেবীর মা। দুর্গা দুর্গা।’ সাথে এই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য ফোটোগ্রাফারকেও ধন্যবাদ জানাতে ভোলেননি বিপাশা। অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট কমেন্ট সেকশনে উপচে পড়েছে অসংখ্য অনুরাগীর ভালোবাসা। মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালও।