• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাশুড়ির বাসন কিনতে ন্যাড়া পর্ণা! নেটপাড়ার ট্রোলিং থেকে মন খারাপ নিয়ে মুখ খুললেন ‘পর্না’ পল্লবী

বাংলা সিরিয়ালের (Bengali Serial)জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। তাঁর অভিনীত আগের সিরিয়াল ‘কে আপন কে পর'(Ke Apon Ke Por) ছিল টেলিভিশনের পর্দায় চূড়ান্ত সফল একটি সিরিয়াল। এই সিরিয়ালের হাত ধরেই পল্লবী হয়ে উঠেছিলেন ছোটপর্দার জবা (Jaba)। এই চরিত্রে অভিনয় করার সময় একাধিক আজগুবি সব কান্ড ঘটিয়েছিলেন তিনি। যার জন্য কম ট্রোল (Troll) হয়নি সোশ্যাল মিডিয়ায়। আর এখন পল্লবী হয়ে উঠেছেন ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu) সিরিয়ালের পর্ণা।

ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক সৃজনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন তাঁরা। অল্পদিনেই দর্শকমহলে বেশ ভালো রকমের সাড়া ফেলেছে পেয়েছে তাদের জুটি। তবে মা নেওটা সৃজনকে ইতিমধ্যেই ‘ভ্যাঁড়া’ কিংবা ‘মেনিমুখো’র মতো তকমা দিয়েছেন দর্শক।

   

Parna Srijan Nim Phuler Modhu

প্রসঙ্গত সদ্য প্রকাশ্যে আসা এই সিরিয়ালের একটি নতুন প্রোমোতে দেখা গিয়েছে জমানো চুল দিয়ে গামলা বালতির মতো বাসন কেনার সামান্য বিষয় নিয়ে বাপের বাড়ির প্রসঙ্গ টেনে এনে পর্ণাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে কৃষ্ণা। তখন শাশুড়িকে শান্ত করতে বাড়ি থেকে বেরিয়ে সোজা নাপিতের কাছে চলে আসে পর্ণা।

Nim Phuler Modhu Parna Joba Bomb troll

আর বাইরে এসে তারা দেখে পর্ণা নাপিতকে বলে ‘দাদা আমাকে ন্যাড়া করে দিন। আমি এক্ষুণি ন্যাড়া হবো। আমার চুল চাই’। বৌমার মুখে একথা শুনে একেবারে হাঁ হয়ে যায় বাবুর মা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পর্ণার ন্যাড়া মাথার বেশ কিছু ছবি। যদিও তা সিরিয়ালের দৃশ্য নয়। সবটাই এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন এক নেটিজেন।

Neem Phooler Madhu Parna Babur Maa New Promo

কিন্তু এইভাবে ট্রোল হয়ে কি প্রতিক্রিয়া পর্দার পর্ণার? এপ্রসঙ্গে পল্লবী জানিয়েছেন ‘দর্শক মন দিয়ে আমার অভিনয় দেখছে বলেই তো ট্রোল করছে।’ এরপরেই কম টি আর পির কারণে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি শুধু আমার কাজটুকু করি। আমি মনে করি একটা সিরিয়াল হিট হওয়ার পিছনে গল্পের অবদান সব থেকে বেশি’।

Neem Phooler Madhu Parna Bald troll

কারণ বিশ্লেষণ করে অভিনেত্রী জানিয়েছেন ‘আমার মুখ চার-পাঁচদিন দেখে যখন একঘেয়ে হয়ে যাবে তখন অন্য চ্যানেলে চলে যাবে। এখন সবার হাতেই অনেক অপশন। রিমোটের একটা বোতাম টিপলেই ১০টা চ্যানেল। তাই ভালো না লাগলে তাঁরা কারও জন্য বসে সেই সিরিয়াল দেখবে না। এটা আমার কাছে আশীর্বাদ যে দর্শক আমার কে আপন কে পরের জবা চরিত্রটাকে বা নিম ফুলের মধুর পর্ণা চরিত্রটাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে।’

site