• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বিখ্যাত পরিচালক তথা অভিনেতা কে বিশ্বনাথ

দক্ষিণী ইন্ডাস্ট্রি (South Industry) সম্পর্কে আজ ছোট থেকে বড় সকলেই বেশ পরিচিত। গতবছরই বলিউডকে নাকানি চোবানি খাইয়ে ব্যাপক সফলতা পেয়েছে একাধিক দক্ষিণী ছবি। তবে সম্প্রতি সাউথ থেকে একটি দুঃসংবাদ পাওয়া গিয়েছে। প্রয়াত হয়েছেন তেলুগু সিনেমার একজন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কে বিশ্বনাথ (K. Vishwanath)।

যেমনটা জানা যাচ্ছে ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা পরিচালক। অভিনেতা বার্ধক্যজনিত কারণে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তিনি।

   
Legendary Telugu Filmmaker K. Vishwanath Passes Away
K. Vishwanath Passed Away

নিজের অভিনয় জীবনে অভিনেতা হিসাবে যেমন জনপ্রিয়তা পেয়েছেন তেমনি পরিচালক হিসাবেও সমাদৃত হয়েছেন তিনি। পাঁচবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন নিজের কাজের জন্য। এমন একজন তারকার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা দক্ষিণী ফিল্ম দুনিয়ায়। জুনিয়ার এনটিআর সহ একাধিক সেলিব্রিটিরা শোকবার্তা দিয়েছেন মৃত্যুর খবর শেয়ার করে।

এদিন জুনিয়ার এনটিআর টুইট করেন, ‘যারা তেলেগু সিনেমার খ্যাতি সারা মহাদেশে ছড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে বিশ্বনাথের একটি উচ্চ স্থান রয়েছে। তিনি ‘শঙ্করাবরণ’ এবং ‘সাগর সঙ্গম’র মতো অনেক অবিশ্বাস্য চলচ্চিত্র উপহার দিয়েছেন। তাকে ছাড়া ক্ষতির শেষ নেই। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং তার আত্মা শান্তি কামনা করি।’

তেলেঙ্গানার মুখমন্ত্রী চন্দ্রশেখর রাও পরিচালক তথা অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি টুইট লেখেন, ‘মিঃ কে. বিশ্বনাথ একজন বিরল পরিচালক যিনি এমনকি সবচেয়ে সাধারণ গল্পকে রূপালি পর্দার একটি ভিজ্যুয়াল কবিতায় পরিণত করেছেন তার আশ্চর্যজনক প্রতিভা দিয়ে।’

এছাড়াও দক্ষিণী ইন্ডাস্ট্রির চিরঞ্জীবী থেকে বলিউডের অনিল কাপুর, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিনোদন জগতের সাথে জড়িত একাধিক ব্যক্তিত্বরা তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

site