গত বছরের শেষে বিরল রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন সাউথের ‘আন্তাভা গার্ল’ সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। তবে সম্প্রতি একেবারে নতুন একটি বিষয়কে কেন্দ্র করেই শিরোনামে এসেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে সামান্থা অসুস্থ শরীরেই তাঁর আসন্ন দক্ষিণী সিনেমা ‘শকুন্তলম’ (Shakuntalam) এর জন্য ৩০ কেজি ওজনের একটি শাড়ি (30 Kg Saree) পরেছিলেন। সেইসাথে গয়না পরেছিলেন ৩ কোটি টাকার।
সদ্য মুক্তি পেয়েছে সাউথের জনপ্রিয় পরিচালক গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’-এর ট্রেলর। বিখ্যাত কবি কালিদাসের লেখা কালজয়ী নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি এই সিনেমায় শকুন্তলার চরিত্রে অভিনয় করছেন সামান্থা। আর তাঁর বিপরীতে রাজা দুষ্মন্তের চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেতা দেব মোহনকে।
টোন ট্রেলর মুক্তির পর থেকেই ভারী শাড়ি, গয়নায় শকুন্তলার সাজে সামান্থার নতুন লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে রুপোলি পর্দায় শকুন্তলা সাজা সহজ ছিল না একেবারেই। এই লুকের জন্য রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে সামান্থাকে। কিন্তু তা কিভাবে? জানা গিয়েছে বড়পর্দার শকুন্তলা হয়ে উঠতে অভিনেত্রী পড়েছিলেন ৩০ কেজি ওজনের র শাড়ি। শুধু তাই নয় এই ভারী শাড়ি পরেই শুটিং করেছিলেন টানা এক সপ্তাহ।