টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির বহু চর্চিত প্রাক্তন সেলিব্রেটি দম্পতি (Ex Celebrity Couple) হলেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul Arunodoy Banerjee) এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarcar)। বিচ্ছেদের (Separation) এত বছর পরেও তাদের নিয়ে চর্চার শেষ নেই। এখনও অনুরাগীরা অপেক্ষায় আছেন রাহুল প্রিয়াঙ্কার ভাঙা সম্পর্ক জোড়া লাগার।
উল্লেখ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মাইলস্টোন সিনেমা হল ‘চিরদিনই তুমি যে আমার’। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতেই রাহুলের বীপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রথম ছবিতেই রাহুল-প্রিয়াঙ্কার তুখোড় অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। সিনেমার পর্দায় মিল দেখা না গেলেও, পরবর্তীতে রাহুল-প্রিয়াঙ্কার পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবে।
বিয়ের মন্ডপ অবধিও। সেসময় শোনা গিয়েছিল বাড়ির লোকের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই মাত্র ২২ বয়সে রাহুলকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা। ২০১৪ সালে অভিনেত্রীর কোল আলো করে আসে একমাত্র সন্তান সহজ (Sohoj)। সবমিলিয়ে বেশ সুখেই সংসার করছিলেন তাঁরা। কিন্তু এরইমাঝে ছন্দ পতন। দীর্ঘ ৮ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন প্রিয়াঙ্কা।
তবে ছাদ আলাদা হলেও আজও কিন্তু আইনত স্বামী স্ত্রী রাহুল প্রিয়াঙ্কা। ছেলে সহজেই মুখের দিকে তাকিয়ে আজও বিচ্ছেদ খাতায় কলমে আলাদা হননি রাহুল প্রিয়াঙ্কা। এখনও বন্ধুত্ব রয়েছে তাঁদের। এরইমধ্যে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন সম্পর্কের তিক্ততা ভুলে ধীরে সহজ হচ্ছে রাহুল প্রিয়াঙ্কার সম্পর্ক। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’এর একটি পুরনো ভিডিও।
সেবার রাহুলের সাথে বিচ্ছেদের পর পরই এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। সেখানে সঞ্চালক প্রিয়াঙ্কাকে একদিনের জন্য পেজথ্রির রিপোর্টার হয়ে রাহুলকে একটা প্রশ্ন করতে বলতে বলেছিলেন। মজার এই রাউন্ডে সবাইকে অবাক করে দিয়ে রাহুলের উদ্যেশ্যে প্রিয়াঙ্কার প্রশ্ন ছিল ‘আমি জানি, প্রাক্তন স্ত্রীরা ডিভোর্স ইত্যাদির জন্য রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু এখন জানতে চাই প্রিয়াঙ্কা ছাড়া আর কোন নায়িকা আছে যে রাহুলের ঘুম কাড়ল?’ সেসময় অনেকে মনে করেছিলেন প্রিয়াঙ্কার ইশারা ছিল রাহুলের সহ অভিনেত্রী সন্দীপ্তা রায়।
একসময় রাহুল সন্দীপ্তার সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। যদিও এখন সেসব অতীত। এখন সুদীপ্তা চুটিয়ে প্রেম করছেন। গোটা ইন্ডাস্ট্রি জানে তাঁর প্রেমিকের নাম। অন্যদিকে রাহুল প্রিয়াঙ্কা দুজনেই এখন ব্যস্ততার মধ্যেও সবটুকু সময় বরাদ্দ রাখছেন ছেলে সহজের জন্য।