টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) মানেই স্পষ্টবাদী একজন অভিনেত্রী। গোটা ইন্ডাস্ট্রি তাঁকে এক ডাকে চেনে। বরাবরই সত্যি কথা মুখের ওপর বলতে দু’বার ভাবেন না অভিনেত্রী। তা সে প্রতিপক্ষ যতই ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন। ঠিক তেমনই আজ থেকে প্রায় ৩ বছর আগে টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের স্বজনপোষণ (Nepotism) নিয়ে গর্জে উঠেছিলেন শ্রীলেখা। ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ওপর।
শ্রীলেখার অভিযোগ ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যের স্বজনপোষণের কারণেই যোগ্যতা থাকা সত্বেও সেসময় অনেক কাজ হাতছাড়া হয়েছিল তাঁর। এমনকি শ্রীলেখা জানিয়েছিলেন সেসময় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সাথে প্রসেনজিতের ‘প্রেম’ই নাকি সেসময় শ্রীলেখার কেরিয়ারের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল।
কিন্তু অনেকেই হয়তো ভাবছেন এতদিন পর হঠাৎ একথা কেন উঠছে? আসলে সম্প্রতি জি ২৪ ঘন্টার সাথে এক একান্ত সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানেই শ্রীলেখার বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে এতদিনে মুখ খোলেন অভিনেতা। যদিও খুব সন্তর্পনে এপ্রসঙ্গে অভিনেতার জবাব ছিল ‘শ্রীলেখার আমার বিরুদ্ধে অভিযোগটা বোধহয় অভিমান!’
এরপরেই পুরনো সহ অভিনেত্রীর গালভরা প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, ‘ও অসম্ভব ভালো অভিনেত্রী, ওকে সম্মান করি, ও সেটা জানে। ও আমায় রেসপেক্ট করে, এটা হয়তও কোনও অভিমান থেকে বলেছে। আমার ওর প্রতি কোনও রাগ, দুঃখ নেই, ও শক্তিশালী অভিনেত্রী।’ স্বভাবতই প্রসেনজিতের থেকে এমন মন্তব্য শোনার পর থেকেই সবাই শ্রীলেখার প্রতিক্রিয়ার জন্য মুখিয়েই ছিলেন।
তবে এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ না খুললেও এদিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমি কোনও বাংলা নিউজ চ্যানেল ফলো করি না। তাই মানুষজন দয়া করে আমাকে কোনও খবরের বা সাক্ষাৎকারের লিঙ্ক ফরোয়ার্ড করবেন না। আপনি তাঁদের ভালোবাসুন, পছন্দ করুন কিন্তু আমি খুব বেশি ইচ্ছুক নই। আমি সেখানে থেকেছি, সবটা দেখেছি, সত্যি বলতে আমার সব দেখা হয়ে গেছে। বাঁচুন এবং বাঁচতে দিন। ধন্যবাদ’।