• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার গানের জোরেই সুপারস্টার, শাহরুখ খানকে নিয়ে বেফাঁস মন্তব্য অভিজিৎ ভট্টাচার্যের!

শাহরুখ খানের (Shah Rukh Khan) অভিনয় আর অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) গান মানেই সুপারহিট। এই দুই তারকার যুগলবন্দিতে দর্শকরা যে কত জনপ্রিয় গান পেয়েছে তা সত্যিই গুনে শেষ করা যাবে না। একটা সময় এমন হয়ে গিয়েছিল যে শাহরুখের সব সিনেমাতেই অভিজিতের গান থাকবে। বলিউডের (Bollywood) এই নায়ক-গায়কের মধ্যে সম্পর্কও ছিল মধুর। কিন্তু তা সত্ত্বেও ভেঙে যায় এই জুটি।

অভিজিৎ এমন একজন গায়ক যার নাম বি টাউনের শীর্ষস্থানীয় গায়কদের তালিকায় থাকে। আশি-নব্বইয়ের দশকের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক জনপ্রিয় অভিনেতার কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। তবে দর্শকদের সবচেয়ে বেশি ভালো লাগত শাহরুখের লিপে তাঁর গান। প্রায় দু’দশক ধরে শাহরুখ-অভিজিৎ যুগলবন্দির সাক্ষী থেকেছেন দর্শকরা।

   

Abhijeet Bhattacharya and Shah Rukh Khan

তবে সময়ের সঙ্গেই সব কিছু বদলায়। ঠিক যেমনটা হয়েছিল জনপ্রিয় শাহরুখ এবং অভিজিৎ জুটির সঙ্গে। গায়ক একবার প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন তিনি আর কোনোদিন শাহরুখের হয়ে গান গাইবেন না। বেশ কয়েকবছর আগে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় শো ‘অপুর সংসার’এ এসে এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি নিজে।

শাশ্বত জিজ্ঞেস করেছিলেন, একটা সময় ছিল যখন শাহরুখের লিপে অভিজিতের কণ্ঠ সবচেয়ে বেশি শোনা যেত। দর্শকরা কেন এত পছন্দ করতেন? জবাবে গায়ক বলেন, আগে গানের মধ্যে একটা বাস্তবতা ছিল। উদাহরণ হিসেবে তিনি ম্যায় অ্যায়সা গীত গাউ’ গানটির নাম নেন। কিন্তু এখন ‘লুঙ্গি ডান্স’ চলে। অভিজিৎ সাফ বলেন, যারা এই পর্যায়ে নেমে গিয়েছেন, তাঁদের জন্য গান গাইতে ইচ্ছা করে না তাঁর।

Abhijeet Bhattacharya and Shah Rukh Khan

যদিও এখানেই থামেননি অভিজিৎ। গায়কের রাগেরও আরও একটি কারণ ছিল। তিনি বলেন, যে কোনও সিনেমার টাইটেল কার্ডে সবার শেষে গায়ক-গায়িকাদের নাম আসে। দর্শক যখন হল থেকে বেরিয়ে যায় তখন পর্দায় ভেসে ওঠে তাঁদের নাম। কিন্তু এদিকে অভিনেতা-অভিনেত্রীরা মনে উঠে বলতে থাকেন, গায়ক-গায়িকাদের জন্যই সফল হয়েছেন তাঁরা।

পুঞ্জীভূত ক্ষোভ থেকেই শাহরুখের জন্য আর না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিজিৎ। সাংবাদিক বৈঠক ডেকে গায়ক সাফ বলেন, তাঁর গানের জন্যই শাহরুখ এত বড় তারকা হয়েছে। কিন্তু তিনি আর কখনও শাহরুখের জন্য গাইবেন না। অভিজিতের সংযোজন, তাঁর গলা শুধুমাত্র সুপারস্টারদের জন্যই। শাহরুখ একা নন, অক্ষয় কুমার, সইফ আলি খানদেরও তিনি সুপারস্টার বানিয়েছেন বলে দাবি করেন অভিজিৎ।

site