টেলিভিশনের পর্দায় ইদানিং জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। নায়ক সৃজনের (Srijan) বৌ পর্ণাকে (Parna) জব্দ করতে কোনো সুযোগই হাতছাড়া করছে না বাবুউউর মা (Babur Maa) অর্থাৎ কৃষ্ণা। আর পর্ণাও তেমনি কোনো না কোনো ভাবে মোক্ষম জবাব দিয়ে মুখে ঝামা ঘষে দিচ্ছে ওই দজ্জাল শাশুড়ির ।
জনপ্রিয় এই মেগা সিরিয়ালে দত্ত বাড়ির বৌমা অর্থাৎ নায়িকা পর্ণা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। তাঁর বিপরীতে নায়ক সৃজনের ভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)।
শুরুতে তুমুল ট্রোলড হলেও ইদানিং সিরিয়ালের ট্যাগলাইনের মতোই গল্পেও ধীরে ধীরে তেতো টুকু পেরিয়ে মিঠের হদিস পাচ্ছেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের দর্শক। অল্পদিনেই দর্শকমহলে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। এরইমধ্যে দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। বাবুউউর মায়ের কাছে একের পর এক বাধা পেয়েও পর্ণা যেভাবে খারাপের মধ্যেও ভালো খুঁজে নিচ্ছে তাতে বেজায় খুশি দর্শক।
তবে একেবারে শুরুর দিন থেকেই রক্ষণশীল ধ্যান ধারণার অধিকারী এই দত্ত বাড়িতে পর্ণার একমাত্র ভরসার মানুষ হলেন ঠাম্মি অর্থাৎ হেমনলিনী দেবী। বরাবরই বিচক্ষণ মানুষ তিনি। আর ঠাম্মিও চোখে হারান তাঁর পর্ণা দিদিভাইকে। তাই সরস্বতী পুজোর দিন যেভাবে ঠাম্মির পায়ের কাছে তাজা বোমা এসে পড়ার পর পর্ণা যখন চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
ঠিক তখনই তিনি নিচে এসে পরিস্থিতির সামাল দেন ঠাম্মি। সবার বিরুদ্ধে গিয়েই পর্ণার ইস্তফাপত্র ছিঁড়ে দিয়ে নিজের অল্প বয়সে রাতের অন্ধকারে বন্দুক নিয়ে ডাকাত তাড়ানোর গল্প শোনান পর্ণাকে। আর এইভাবেই সাহসী পর্ণাকে সাহস যোগান তিনি। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে চুল দিয়ে বাসন নেওয়ার মতো সামান্য বিষয় নিয়ে বাপের বাড়ির প্রসঙ্গ টেনে এনে পর্ণাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে কৃষ্ণা।
টাকার গরম না দেখিয়ে সে শুধু পর্ণাকে বলে তার শুধু চুল চাই চুল। একথা শুনে কাওকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে সোজা নাপিতের কাছে চলে আসে পর্ণা। ততক্ষণে তার পিছু ধাওয়া করে চলে এসেছে সৃজন,সৃজনের মা সহ প্রায় গোটা দত্ত বাড়ি। আর বাইরে এসে তারা দেখে পর্ণা নাপিতকে বলছে ‘দাদা আমাকে ন্যাড়া করে দিন। আমি এক্ষুণি ন্যাড়া হবো। আমার চুল চাই’। বৌমার মুখে একথা শুনে একেবারে হাঁ হয়ে যায় বাবুর মা।