দেবশ্রী রায় (Debashree Roy) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) দুই কিংবদন্তি শিল্পী। তাঁদের নিয়ে চর্চা, আলোচনা চলতেই থাকে। কাজের পাশাপাশি এই দুই শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়। প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে ভেঙেছে এতগুলো বছর হয়ে গেলেও তা নিয়ে মানুষের আগ্রহ কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গেই তা যেন আরও বেড়েছে।
দেখতে দেখতে টলিউডে তিন দশক কাটিয়ে ফেলেছেন প্রসেনজিৎ। তা সত্ত্বেও অভিনেতার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। রূপোলি পর্দায় কখনও প্রেমিক আবার কখনও অ্যাকশন হিরোর অবতারে হাজির হয়েছেন তিনি। টলিপাড়ায় এতগুলো বছর কাটিয়ে ফেলার পর বুম্বাদা নিজেই হয়ে উঠেছেন ‘ইন্ডাস্ট্রি’। যদিও অভিনেতা নিজেকে ‘ইন্ডাস্ট্রি’ মানতে নারাজ। বরং নিজেকে ‘জ্যেষ্ঠপুত্র’ হিসেবে দেখতেই বেশি স্বচ্ছন্দবোধ করেন তিনি।
বুম্বাদার কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- সবকিছুই অনুরাগীরা জানেন। তাঁর জীবনে কত ঝড়ঝাপটা এসেছে তাও কারোর অজানা নয়। তবে এখনও পর্যন্ত অভিনেতার ব্যক্তিগত জীবনের চর্চিত অধ্যায় হয়তো, দেবশ্রী রায়ের সঙ্গে ডিভোর্স।
সম্প্রতি বাংলার অন্যতম নামী সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের সেই অধ্যায়েরই স্মৃতি রোমন্থন করেন প্রসেনজিৎ। ‘প্রথম প্রেম’ দেবশ্রীর সম্বন্ধে কথা বলার সময় অভিনেতা বলেন, ‘প্রথমত প্রথম প্রেম, প্রথম প্রেমের স্থান চিরকাল আলদাই হয়। দ্বিতীয়ত, খুব কম বয়সে বিয়ে করেছিলাম আমি। যদি আরও ৫ বছর পরে বিয়ে করতাম, তাহলে পরিণতভাবে বিষয়গুলো সামলাতে পারতাম। তবে আমি কোনও জায়গায় কখনও কাউকে দোষ দিইনি। সব দোষ আমার’।
বুম্বাদার সংযোজন, ‘বিয়ে ভেঙে যাওয়ার পর মনে হয়েছিল, আমি কী করে সবার সামনে যাব? সবাই জানত আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ছিল। এখন তাহলে সবাই ভাববে, আমাদের মধ্যে ভালোবাসা ছিল না। প্রায় দেড় বছর নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলাম। তরুণ মজুমদার বলেছিলেন, এই বিষয়টাকে প্রশ্রয় দিও না’।
দেখতে দেখতে বহু বছর পেরিয়ে গিয়েছে প্রসেনজিৎ-দেবশ্রীর বিচ্ছেদ হয়েছে। এখন কি প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে কথা বলা যায় না? অভিনেতা বলেন, ‘আজকের দিনে যদি দেখা হয় তাহলে তো কোনও ব্যাপরই নয়। আমি সর্বদা ওঁকে সম্মান করেছি। সবসময় বলি আমাদের সময়কার সেরা অভিনেত্রী ও। এটা বারবার বলেছ। এখন আমরা বন্ধু হতেই পারি। এতগুলো বছর কেটে গিয়েছে, মিশুকেরও বান্ধবী হয়ে গিয়েছে, তাহলে কেন নয়?’