কেরিয়ারের মধ্যগগনে এসে নিজেকে প্রতিনিয়ত ভেঙেচুরে নিচ্ছেন টলিউড অভিনেত্রী (Tollywood Actress) শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। হইচই টিভির (Hoichoi Tv) আসন্ন ওয়েব সিরিজ (Web Series) ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhaater Hotel)। এই সিরিজে শুভশ্রীর লুক দেখে আগেই মুগ্ধ হয়েছেন দর্শক। আর এবার চমকানোর পালা সদ্য মুক্তিপ্রাপ্ত টিজার (Teaser) দেখে। সেখানে ৩২ বছরের শুভশ্রীকে কথা বলতে শোনা গেল একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধার গলায়।
গলার স্বর থেকে বয়সের ভারে কুঁচকে যাওয়া গায়ের চামড়া কিংবা কাঁপা কাঁপা হাতে ভাতের হোটেলের রান্নাবান্না সবটাই একেবারে নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। টিজারের শুরুতেই ৭৫ বছর বয়সী ইন্দুবালার গলায় শোনা গেল ‘এটা ইন্দুবালার ভাতের হোটেল। এই চ্যাটচেটে টেবিল আর স্যাঁতস্যাঁতে ঘরে লোকে ইন্দুবালার হাতের খাবার খেতে আসে। হোটেলে আসে না বাবা।’
তারপরেই একটি ট্রেনের দৃশ্যে দেখা গিয়েছে নববধুর সাজে কিশোরী ইন্দুবালা কে। তারপর বয়সের ভারে নুইয়ে পড়া ইন্দুবালাকে হোটেলের জন্য মাছে নুন হলুদ মাখিয়ে উনুন জ্বেলে রান্না করতে দেখা দেখা যাচ্ছে। আবার তারপরেই দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজতে ভিজতে ক্লান্ত ইন্দুবালার চোখের সামনে ভাসছে অল্পবয়সের বৃষ্টি ভেজা দিনের কথা।
সেইসাথে দেশভাগের পুরোনো যন্ত্রণার মধ্যেই পুরোনো নস্টালজিয়া ফিরে ফিরে এসেছে টিজারে ব্যবহৃত ‘পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণিমনসাও জানে…’ গানের মধ্যে দিয়ে। সিনেমায় ইন্দুবালা হলেন দেশ ভাগের যন্ত্রণা বুকে নিয়ে ওপর বাংলা থেকে এপার বাংলায় আসা দুই সন্তানের বিধবা মা। তাই সন্তানদের মুখের দিকে চেয়েই সেসময় ভাতের হোটেল খোলেন ইন্দুবালা।
সিনেমায় ইন্দুবালার ২৫-৭৫ বয়সী চরিত্রে একাধিক লুকে অভিনয় করেছেন শুভশ্রী। টিজারেই বলা হয়েছে, ‘এই ইতিহাস দেশ ছাড়ার ইতিহাস, এই ইতিহাস স্বজন হারানোর ইতিহাস, এই ইতিহাস স্বাদের ইতিহাস।’ দেশভাগের পটভূমিকায় লেখা কল্লোড় লাহিড়ীর বিখ্যাত উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনেই এই সিরিজটি পরিচালনা করেছেন পরিচালক দেবলায় ভট্টাচার্য।