এই মুহূর্তে জি বাংলার ‘বেঙ্গল টপার’ (Bengal Topper) সিরিয়াল বলতে আসে একটাই নাম, তা হল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। সাংসারিক কূটকচালি থেকে বেরিয়ে একেবারে অ্যকশনধর্মী এই ভিন্ন স্বাদের এই সিরিয়ালের নায়িকা জ্যাস সান্নাল ওরফে জগদ্ধাত্রীর চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং নায়ক স্বয়ম্ভু (Swambhu) চরিত্রে সৌম্যদ্বীপ মুখার্জীর (Soumyadeep Mukherjee) অভিনয় অল্প দিনেই দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।
কখনও ‘বেঙ্গল টপার’ নয়তো কখনও টিআরপিতে তালিকায় দ্বিতীয় স্থান ধরাবাঁধা হয়ে গিয়েছে এই সিরিয়ালের। আজ অবধি কখনও ৮ এর নিচে স্কোর করেনি এই সিরিয়াল। এই সিরিয়ালের মূল আকর্ষণ হলেন খোদ নায়িকা জগদ্ধাত্রী। আজকের দিনের মেয়েরা কিভাবে ঝুঁকি পূর্ণ কাজ করেও সংসার সামলাতে পারেন তার জলজ্যান্ত উদাহরণ ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা।
এমনিতেই এই সিরিয়ালের ট্যাগলাইনেই আছে ‘জগদ্ধাত্রী পা রাখে যেখানে,পাপ মুছে যায় সেখানে’।তাই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন স্বামী তথা বন্ধু স্বয়ম্ভুর সাথে মিলেই অপরাধীদের কড়া শাস্তি দেয় জগদ্ধাত্রী। তথাকথিত বাংলা সিরিয়ালের নায়িকাদের ন্যাকা কান্না কাঁদে না জগদ্ধাত্রী। কথার থেকে বেশি কাজ করে তার অ্যকশন। আর বিষয়টাইচেটেপুটে উপভোগ করেন সিরিয়ালপ্রেমী দর্শক।
যার প্রভাব পড়ছে টি আর পি তালিকাতেও। সব মিলিয়ে সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও ইতিমধ্যেই টিআরপিতে হিট এই সিরিয়াল। কিন্তু এসবের মধ্যেই কানে আসছে এক মন খারাপের খবর। শোনা যাচ্ছে জি বাংলার পর্দায় এবার বন্ধ হয়ে যাবে জগদ্ধাত্রীর সম্প্রচার। পরিবর্তে নাকি তার জায়গা নেবে জি বাংলার ‘পিলু’ (Pilu) অভিনেত্রী মেঘা দাঁয়ের (Megha Daw) নতুন সিরিয়াল (New Serial)।
কিন্তু এত হিট ধারাবাহিক হয়েও জগদ্ধাত্রী এখনই শেষ হয়ে যাবে একথা কল্পনাও করতে পারছেন না দর্শকরা। তবে চিন্তার কিছু নেই সবটাই জল্পনা মাত্র। দর্শকদের প্রিয় জগদ্ধাত্রী এখনই তাদের ছেড়ে কোথাও যাচ্ছেন না। তবে শোনা যাচ্ছে এই সিরিয়ালেই একটি নতুন চরিত্রের হাত ধরে খুব শিগগিরই আগমন ঘটতে চলেছে পিলু অভিনেত্রী মেঘা দাঁয়ের। জানা খুবই শিগগিরই আসবে তার এন্ট্রি নেওয়ার নতুন প্রোমো।