• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিল্পী হতে গেলে গাটস লাগে! মেক আপ নিয়ে ট্রোলড হয়ে নিন্দুকদের ধুয়ে দিলেন শ্রুতি

জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল রাঙা বৌ (Ranga Bou)। এই সিরিয়ালের নায়ক নায়িকা কুশ-পাখির  (Kush Pakhi) হাত ধরেই দর্শক ফিরে পেয়েছেন ত্রিনয়নী সিরিয়ালের পুরনো জুটি দৃপ্ত আর নয়নকে। কুশের চরিত্রে গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury) এবং পাখি চরিত্রে শ্রুতি দাসের (Shruti Das) অভিনয় ইতিমধ্যেই ছাপ ফেলেছে দর্শকমহলে।

প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ দেড় বছর পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রুতি। একে তো গ্রামের মেয়ে তারওপর শ্যামবর্ণের গায়ের রঙ। যার জন্য শশুরবাড়িতে এসে পদে লাঞ্ছনা আর গঞ্জনার মুখে পড়তে হচ্ছে বাপ-মা মরা এই মেয়েকে। অন্যদিকে বড়লোক বাড়ির ছেলে হয়েও নিজের বাড়িতেই একেবারে কোণঠাসা কুশ।

   

Ranga Bou Pakhi Kush

ধারাবাহিকে কিছুদিন আগেই দেখা গিয়েছে গ্রামে গিয়ে খানিকটা পরিস্থিতির শিকার হয়েই  অপমানের হাত থেকে বাঁচাতে রবিনদার মেয়ে পাখিকে রাতারাতি বিয়ে করে নিয়েছিল কুশ। কিন্তু বিয়ের পরেও শান্তি নেই পাখির কপালে। বিয়ের আগেই যে পাখি নিজের হাতে বিয়ের কনে সাজাতো তাকেই একেবারে রঙচঙ মাখিয়ে চড়া মেকআপ (High Makeup) করে বিচ্ছিরি সাজিয়ে দেওয়া হয়। আয়নায় নিজের সেই চেহারা দেখে আঁতকে উঠেছিল পাখি।

Ranga Bou Pakhi's reception

টেলিভিশনের পর্দায় রাঙা বৌয়ের এই পর্ব দেখে কম চর্চা হয়নি। এমনকি পাখি অভিনেত্রী শ্রুতি দাসকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি দর্শকদের একটা বড় অংশ। সম্প্রতি এপ্রসঙ্গেই ইউটিউব চ্যানেল ‘উই স্পট ইউ’-তে মুখ খুলেছিলেন পর্দার কুশ-পাখি। এদিন পাখি অভিনেত্রী শ্রুতি জানান এই পর্বের পর তার কাছে পজিটিভ নেগেটিভ উভয় ধরনের বার্তাই এসেছিল।

যেখানে তিনি দেখতে পেয়েছেন তার উদ্দেশ্যে কেউ লিখেছেন ‘পাখির জন্য যেমন এটাই ঠিক আছে,শ্রুতির জন্য তেমনি এটাই ঠিক আছে’! আবার কারও কটাক্ষ ‘এই মেকআপটাই শ্রুতি ডিসার্ভ করে’! তো কারও দাবি ‘পাখির মতোই শ্রুতির বিয়েতেও এই মেকআপ করানো হোক’। আবার কেউ মন্তব্য করেছেন ইটা নাকি দু’হাজার টাকার ব্রাইডাল মেকআপ করানোর ফল। তবে তারই মধ্যে অনেকে আবার শ্রুতির পাশে দাঁড়িয়ে তার হয়ে প্রশ্ন করেছেন ‘কজন টিভি অভিনেত্রী এই মেকআপটা করতে দেবে’? তো কেউ লিখেছন ‘শিল্পী হতে গেলে গাটস লাগে’।

site