• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জবা ইস ব্যাক! ‘নিম ফুলের মধু’তে পর্ণার হাতে বোম দেখেই কটাক্ষ শুরু নেটিজেনদের

সিরিয়ালের ট্যাগলাইনের মতোই গল্পেও ধীরে ধীরে তেতো টুকু পেরিয়ে মিঠের হদিস পাচ্ছেন ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের দর্শক। জি বাংলার এই ব্র্যান্ড নিউ সিরিয়ালে দত্ত বাড়ির বৌমা অর্থাৎ নায়িকা পর্ণা (Parna) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) । তাঁর বিপরীতে নায়ক সৃজন চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)।

প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’ শেষ হওয়ার পর বহুদিন টিভির পর্দায় দেখা যায়নি ছোটপর্দার জবাকে। অবশেষে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে এই নিম ফুলের মধু সিরিয়ালের হাত ধরেই  পর্দার জবা মায়ের ইমেজ  ভেঙে ধীরে ধীরে পর্ণা হয়ে উঠেছেন পল্লবী। আর এবারেও তার সাবলীল অভিনয় ইতিমধ্যেই ছাপ ফেলেছে দর্শকমহলে।

   
Nim Phuler Modhu Thammi dance with Parna

সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তারা সকলেই জানেন আধুনিক যুগের মেয়ে হয়েও বাকিদের থেকে একেবারে আলাদা পর্ণা। তাঁর বহুদিনের স্বপ্ন যৌথ পরিবারের বৌ হয়ে পাঁচজনের সংসারে সবার সাথে মিলে  মিশে থাকবে। বিয়ের আগে সেকথাই বারবার জানাতো নিজের জগু দাদা-কে। কিন্তু বিয়ের পর সব কিছুই উলোট পালট হয়ে যায়।

Neem Phuler Modhu, Tollywood, Bengali serial, serial, television, নিম ফুলের মধু, টলিউড, বাংলা সিরিয়াল, সিরিয়াল, বিনোদন, টেলিভিশন, entertainment

তবে শাশুড়ি কৃষ্ণার কাছে পদে পদে বাধা পেয়েও পর্ণা যেভাবে খারাপের মধ্যেও ভালো খুঁজে নিচ্ছে তাতে বেজায় খুশি দর্শক। তবে সিরিয়াল মানেই অবাস্তব ঘটনার সমাহার। বিশেষ করে এখনকার দিনে প্রায় সব বাংলা সিরিয়ালের নায়িকারাই দু-হাতে দশভুজা। একহাতে সামলায় ঘরে বাইরে সব। এই যেমন কিছুদিন আগেই সাংবাদিকতার চাকরির প্রথমদিনেই দারুন সাহসীকতার পরিচয় দিয়েছে পর্ণা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Nim Phuler Modhu,পর্ণা,Parna,বোম,Bomb,জবা,Joba,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,Zee Bangla,জি বাংলা

যার ফলে পুলিশের হাতে ধরা পড়েছে ফটিক গুন্ডা। শুধু তাই নয় সরস্বতীর দিন অগ্নিকাণ্ডের রিপোর্টিং করে বাড়ি এসে তিন পদের ভোগ রান্না করে শোরগোল ফেলে দিয়েছে পর্ণা। শুধু তাই নয় নিয়মের বেড়াজাল ভেঙে সরস্বতীর জলসায় ঠাম্মীকে সাথে নিয়েই বর্ষা, মৌমিতা, তিন্নি রুচিরা-দেড় সাথে মম চিত্তে গানে নাচ করে সকলের প্রশংসা কুড়িয়েছে পর্ণা। কিন্তু আনন্দের মাঝেই পর্ণার বিরুদ্ধে প্রতিশোধ নিতে ফটিক গুন্ডার লোক বোম (Bomb)ছোড়ে দত্তবাড়ির উঠোনে। আর সবাইকে বাঁচাতে তখনই ছুতে গিয়ে বোমা হাতে নিয়ে নেয় পর্ণা। এখন দেখার সে কিকরে বাঁচাবে গোটা পরিবারকে।

Nim Phuler Modhu Parna Joba Bomb trollতবে এই দৃশ্য দেখে সোশ্যাল শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। সিরিয়ালপ্রেমী দর্শকরা সকলেই জানেন আগের সিরিয়ালে জবা হয়ে এমনই অনেক অসাধ্য সাধন করেছিল জবা। যার মধ্যে অন্যতম ছিল কাঁচি দিয়েই বোম  ডিফিউজ করা। আর এবার দত্তবাড়িতেও পর্ণারূপে তার হাতে বোম দেখে হাসাহাসি শুরু করে দিয়েছেন দর্শক। এমনই একজন নেটিজেন ট্রোল (Troll) করে লিখেছেন ‘জবা মা থাকবে আর বোম ডিফিউস করবে না।দত্ত বাড়িতে বোম ফাটতে চলেছেনাকি তার আগে পর্ণা বাঁচিয়ে নেবে সকলকে এই বোম কাঁচি দিয়ে কেটে ‘?

site