বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রীই আছেন যাঁরা জন্মসূত্রে বাঙালি। বাংলার মেয়ে হয়েই বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। বলিপাড়ার এমনই একজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী (Bengali Actress) হলেন মৌনী রায় (Mouni Roy)। আদতে কোচবিহারের মেয়ে মৌনির কেরিয়ারের শুরুটা হয়েছিল একতা কাপুরের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কিউকী সাস ভি কাভি বাহু থি’-তে কৃষ্ণ তুলসী চরিত্রের হাত ধরে।
তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মৌনিকে। সাফল্যের সিঁড়ি বেয়ে একটু একটু করে এগিয়ে গিয়েছেন নিজের স্বপ্ন পূরণের পথে। গত বছরেই অভিনেত্রীকে দেখা গিয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। এই সিনেমায় মৌনির অভিনয়ের দারুন প্রশংসা করেছেন দর্শক। বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে এবার মৌনী আসছেন টলিউডে (Tollywood)।
জল্পনাকে সত্যি করেই ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) সিজন ১২-র বিচারকের আসনে হাজির হতে চলেছেন মৌনী রায়। বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রসঙ্গে গত বছরেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ‘আমি সবসময় কলকাতায় কাজ করতে চেয়েছি। এবার ডান্স বাংলা ডান্সের মাধ্যমে সেটা করতে পারছি। ভীষণ উত্তেজিত। এর চেয়ে আনন্দের কিছু হয় না।’
View this post on Instagram
আর এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সাথে ডান্স বাংলা ডান্সের শুটিং পর্বের একটি ছবি শেয়ার করে নিয়েছেন মৌনি। যা দেখে বোঝাই যাচ্ছে এই নতুন কাজ নিয়ে ঠিক কতটা উৎসাহিত অভিনেত্রী নিজেও। প্রসঙ্গত জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। এই শোকে ঘিরে প্রত্যেক বছরেই দর্শকমহলে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।
এমনিতেই বাংলা সিরিয়ালের পাশাপাশি ইদানিং দর্শকদের বিনোদনের রসদ জোগাতে নন ফিকশন রিয়ালিটি শো গুলির জুড়ি মেলা ভার। আর এবছর তো এই শোয়ের আসন্ন সিজন ঘিরে দর্শকমহলে রয়েছে কয়েক গুণ বাড়তি উন্মাদনা। যার অন্যতম মূল আকর্ষণ হলেন মহাগুরু তথা ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী। এছাড়াও জানা যাচ্ছে গত সিজনের মতো চলতি সিজনেও বিচারকের আসনে দেখা যাবে টলি কুইন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)-কেও।