ভারতের সেরা সঙ্গীতশিল্পীদের (Singer) নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে অলকা ইয়াগনিকের (Alka Yagnik)। জনপ্রিয় এই গায়িকা যে কত আইকনিক গান গেয়েছেন তা গুনে শেষ করা যাবে না। নিজের সঙ্গীত প্রতিভার মাধ্যমে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন তিনি। সম্প্রতি ভারতের এই গায়িকাই বিদেশের একাধিক জনপ্রিয় গায়ক, ব্যান্ডকে পিছনে ফেলে অনন্য শিরোপা অর্জন করেছেন।
গত প্রায় তিন দশক ধরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত অলকা। এবার সেই গায়িকার মুকুটেই জুড়ল নয়া পালক। ‘BTS’, জাস্টিন বিবারের মতো নামী ব্যান্ড এবং শিল্পীকে পরাজিত করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। আর সেই সঙ্গেই বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন দেশের নাম। এখন নিশ্চয়ই ভাবছেন, কিংবদন্তি এই গায়িকা কোন অনন্য রেকর্ড গড়েছেন?
তাহলে জানিয়ে রাখি, BTS থেকে শুরু করে জাস্টিন বিবার সহ একাধিক ব্যান্ড, তারকাকে পিছনে ফেলে গত বছরের অর্থাৎ ২০২২ সালে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি স্ট্রিম করা শিল্পীর খেতাব জিতে নিয়েছেন ভারতের অলকা। গত বছর এই নামী গায়িকার গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার। অর্থাৎ দৈনিক গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তাঁর গান।
সম্প্রতি এই তথ্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কমিটির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সেখানেই জানা গিয়েছে, অলকার কাছে হেরে গিয়েছে BTS, জাস্টিন বিবারের মতো ব্যান্ড এবং শিল্পী। গত বছর কোরিয়ান ব্যান্ড BTS’এর গান বেজেছে ৭.৯৫ বিলিয়ন বার।
অর্থাৎ BTS’এর প্রায় থেকে দ্বিগুণবার বেজেছে ভারতের অলকার গান। তাই স্বাভাবিকভাবেই গত বছরের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব জিতেছেন ভারতীয় শিল্পী। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি প্রয়োজন, সেরা পাঁচের মধ্যে বাকি তিনজনও কিন্তু ভারতীয় শিল্পীই রয়েছেন।
The singer averaged 42 million views every day in 2022 ?https://t.co/bxxSHsRE0y
— Guinness World Records (@GWR) January 23, 2023
উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), ‘অরিজিৎ সিং (১০.৭) এবং কুমার শানুর (৯.০৯) নামও রয়েছে তালিকায়। তবে সেরার শিরোপা উঠেছে অলকার মুকুটেই। যদিও এই প্রথম নয়, গত ৩ বছর ধরে এই রেকর্ড তাঁর দখলেই রয়েছে। ২০২০ এবং ২০২১ সালেও এই খেতাব তিনিই জিতেছিলেন। গত দু’বছরের যথাক্রমে ১৬.৬ বিলিয়ন এবং ১৭ বিলিয়ন বার তাঁর গান বেজেছিল। এরপরেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে তাঁকে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠের খেতাবও দেওয়া হয়।