জবাব নেই মিঠাইরানির। দর্শকদের ভালোবাসা আর আশীর্বাদে দেখতে দেখতে ২ বছর পূর্ণ করে ফেলেছে ‘মিঠাই’ (Mithai)। ৫৪ বারের ‘বেঙ্গল টপার’ (Bengal Topper) এই সিরিয়ালের টি আর পি চলতি সপ্তাহেই একেবারে তলানিতে এসে ঠেকেছে। একেবারে দশ নম্বরে এসে দাঁড়িয়েছে মিঠাই।
আর এই নামমাত্র টিআরপি-র কারণেই কিছুদিন আগেই রাত ৮-টার প্রাইম টাইম স্লট হারিয়েছে মিঠাই। এখন সন্ধ্যা ৬-টা থেকে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। যদিও তারপরেও কমেনি মিঠাই ম্যাজিক। তাই মিঠাই নিয়ে ভক্তদের পাগলামির কমতি নেই আজও। মিঠাইরানির মোদক পরিবারের প্রত্যেক সদস্যকেই বড্ড ভালোবাসেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যানপেজ গুলোর দিকে তাকালে একথা বোঝা যায় খুব সহজেই।
সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা ইতিমধ্যেই যেমন নায়িকা মিঠাইয়ের মৃত্যু দেখেছেন, তেমনি তার জায়গায় ইতিমধ্যেই মোদক বাড়িতে জাঁকিয়ে বসতে দেখছেন নতুন নায়িকা মিঠিকে। যাকে হুবহু মিঠাই-এর মত দেখতে হলেও তার হাবভাব চালচলন সব কিছুতেই রয়েছে বিরাট পার্থক্য। কিন্তু এই মিঠিই আসলে মিঠাই কিনা তা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বিরাট মতপার্থক্য।