• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্মৃতি ফেরানোর ‘নিনজা টেকনিক’! উচ্ছেবাবুকে আগুনের মধ্যে দেখেই সব মনে পড়ল মিঠাই রানির

Published on:

Mithi real mithai Sidhartha

জবাব নেই মিঠাইরানির। দর্শকদের ভালোবাসা আর আশীর্বাদে দেখতে দেখতে ২ বছর পূর্ণ করে ফেলেছে ‘মিঠাই’ (Mithai)। ৫৪ বারের ‘বেঙ্গল টপার’ (Bengal Topper) এই সিরিয়ালের টি আর পি চলতি সপ্তাহেই একেবারে তলানিতে এসে ঠেকেছে। একেবারে দশ নম্বরে এসে দাঁড়িয়েছে মিঠাই।

আর এই নামমাত্র টিআরপি-র কারণেই কিছুদিন আগেই রাত ৮-টার প্রাইম টাইম স্লট হারিয়েছে মিঠাই। এখন সন্ধ্যা ৬-টা থেকে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। যদিও তারপরেও কমেনি মিঠাই ম্যাজিক। তাই  মিঠাই নিয়ে ভক্তদের পাগলামির কমতি নেই আজও। মিঠাইরানির মোদক পরিবারের প্রত্যেক সদস্যকেই বড্ড ভালোবাসেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যানপেজ গুলোর দিকে তাকালে একথা বোঝা যায় খুব সহজেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,মিঠি,Mithi,সিদ্ধার্থ,Sidhartha,ভাইরাল ভিডিও,Viral Video,নতুন চমক,New Twist

সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা ইতিমধ্যেই যেমন নায়িকা মিঠাইয়ের মৃত্যু দেখেছেন, তেমনি তার জায়গায় ইতিমধ্যেই মোদক বাড়িতে জাঁকিয়ে  বসতে দেখছেন নতুন নায়িকা মিঠিকে। যাকে হুবহু মিঠাই-এর মত দেখতে হলেও তার হাবভাব চালচলন সব কিছুতেই রয়েছে বিরাট পার্থক্য। কিন্তু এই মিঠিই আসলে মিঠাই কিনা তা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বিরাট মতপার্থক্য।

Mithi Real Mithai Sidhartha
এরইমধ্যে ধারাবাহিকে সম্প্রতি এসেছে মোড় ঘোরানো। মিঠাইয়ের মৃত্যুর এতদিন পর অবশেষে টনক নড়েছে তার উচ্ছেবাবুর। এতদিনে সে বুঝতে পেরেছে আদিত্য আগারওয়াল মরেনি। আর মিঠাইরানির মৃত্যুর পিছনে তারই হাত রয়েছে। এতদিনে সিড বুঝে গিয়েছে আদিত্য আগারওয়াল আর রোশন বাজাজ আসলে একই লোক। আজকের পর্বেই দেখা গিয়েছে সিদ্ধার্থের হাত ফসকে একটুর জন্য পালিয়েও গিয়েছে সে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,মিঠি,Mithi,সিদ্ধার্থ,Sidhartha,ভাইরাল ভিডিও,Viral Video,নতুন চমক,New Twist
এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি বড়সড় আপডেট।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ফ্যানমেড ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সিদ্ধার্থকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে। আর চোখের সামনে উচ্ছেবাবুকে এভাবে আগুনের মধ্যে দেখে নিমেষের মধ্যে মিঠির মনে পরে যায় পুরনো স্মৃতি। তবে আগামী দিনে সত্যিই সিরিয়ালে এমন কিছু আদৌ ঘটবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥