বাংলা সিরিয়াল (Bengali Serial) যারা দেখেন তারা প্রতি সপ্তাহেই টিআরপি রিপোর্টার (TRP Report) জন্য অপেক্ষায় থাকেন। কেন? কারণ প্রিয় ধারাবাহিকের জীবন মরণ নির্ভর করে এই TRP এর উপরেই। নম্বর কম মানেই ঘনিয়ে আসে অন্তিম দিন, আর নম্বর হিট তো সিরিয়াল সুপারহিট! বিগত কয়েক সপ্তাহে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) এই তালিকায় দাঁপিয়ে বেড়াচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। কিন্তু এবারেও কি সেটা বজায় থাকল নাকি বাজি মেরে দিল অন্য কেউ?
এমনিতে অনুরাগের ছোঁয়ার ঠিক পিছনেই রয়েছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। জ্যাসের ঘর সামলে অ্যাকশন কিন্তু বেশ মনে লেগেছে দর্শকদের। তবে বাঙালি গৃহবধূদের বাস্তব কাহিনী নিয়ে তৈরী ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu) ও কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না। শুরু থেকেই তুমুল চর্চায় রয়েছে ‘বাবুউউ’। দেখতে দেখতে অনেকটাই এগিয়ে এসেছে সৃজন-পর্নার কাহিনী। তাহলে এসপ্তাহে বেঙ্গল টপার কে? চলুন দেখে নেওয়া যাক।
সোনা-রুপার কাহিনী দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করছেন দর্শকেরা। তাই বিগত কয়েক সপ্তাহের মত এবারেও টিআরপিতে প্রথম হয়েছে অনুরাগের ছোঁয়া। ৯.১ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপারের শিরোপা উঠল সূর্য-দীপার জুটির মাথাতেই। এর ঠিক পরেই রয়েছে জগদ্ধাত্রী প্রাপ্ত পয়েন্ট ৮.৪। তৃতীয় কে? সেটা হল গৌরী এলো, প্রাপ্ত পয়েন্ট ৭.৮।
তবে চমকের শুরু চতুর্থ স্থান থেকেই! দিন দিন জনপ্রিয়তা বাড়ছে নিম ফুলের মধুর, পঞ্চমীকে টেক্কা দিয়ে ৭.৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছে এসপ্তাহে। এরপরেই ৭.২ পয়েন্ট নিয়ে পঞ্চমী আর বাংলা মিডিয়াম দুজনে রয়েছে পঞ্চম স্থানে। তাহলে মিঠাই গেল কি? চলুন দেখে দেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
অনুরাগের ছোঁয়া – ৯.১ (প্রথম)
জগদ্ধাত্রী – ৮.৪ (দ্বিতীয়)
গৌরী এলো – ৭.৮ (তৃতীয়)
নিম ফুলের মধু – ৭.৬
পঞ্চমী, বাংলা মিডিয়াম – ৭.২
রাঙা বউ, খেলনা বাড়ি – ৬.৯
এক্কা দোক্কা – ৬.৮
গাঁটছড়া – ৬.৬
আলতা ফড়িং, হরগৌরী পাইস হোটেল – ৬.৩
মিঠাই – ৫.৫৯
টিআরপি তালিকা দেখলে বোঝাই যাচ্ছে নতুন বছরে রীতিমত অস্তিত্ব সংকটে পরে গিয়েছে মিঠাই। যেখানে একসময় প্রথম স্থান থেকে সরাতে পারতো না কেউ, সেখানে একাধিক চমক আসার পরেও তলানিতে এসেছে টিআরপি। তবে মিঠাই থেকেই মিঠি কারোর জনপ্রিয়তাতেই যে সেভাবে ভাটা পড়েনি সেটা বোঝা যায় নেটপাড়ার আলোচনা দেখলেই।