• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলশয্যার রাতে বর ছেড়ে দিলো নাকি ক্লান্ত হয়ে গেছে! গুড্ডিতে অনুজের নোংরামি দেখে ক্ষুদ্ধ দর্শক

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে বেশ চর্চিত একটি সিরিয়াল হয়ে উঠেছে গুড্ডি (Guddi)। লীনা গাঙ্গুলির লেখা এই সিরিয়ালের নায়ক নায়িকা গুড্ডি আর অনুজের (Anuj) খোলামেলা পরকীয়া (Extra Marital Affair) দেখে দর্শকদের বিরক্তির শেষ নেই। তাই মাঝেমধ্যেই সিরিয়াল বয়কট করে দেওয়ারও ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়। 

প্রথমদিকে যদিওবা নায়ক অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম দেখা গিয়েছিল। পরবর্তীতে তা মাত্রা ছাড়িয়ে পরিণত হয় পরকীয়ায়। এমনকি একসময় গুড্ডি আর বিবাহিত অনুজের মধ্যে এক রাতের শারীরিক সম্পর্কও দেখা গিয়েছিল। আর এখন সিরিয়ালে এন্ট্রি হয়েছে গুড্ডির নতুন নায়ক যুধাজিৎ-এর। 

   

Guddi,Judhajit,

ইতিমধ্যেই নানান নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে সিরিয়ালে যুধার সাথে বিয়ে হয়েছে গুড্ডির। যদিও বিয়ের পর দেখা গিয়েছে নানান টালবাহানা করে সিঁদুর দান থেকে ভাত কাপড় বিয়ের সমস্ত নিয়ম কানুন এড়িয়ে গিয়েছে গুড্ডি। এমনকি ফুলশয্যার রাতে সে যুধাজিৎকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে তাকে কোনোদিন স্বামীর অধিকার দিতে পারবে না।

Guddi,Anuj,

অন্যদিকে দেখা যাচ্ছে গুড্ডি ফুলশয্যার রাতে কি করেছে তা দেখার জন্য ঘরে প্রেগন্যান্ট বৌ শিরিনকে ঘুম পাড়িয়ে গুড্ডির ঘরের বাইরে আড়ি পাততে এসেছে অনুজ। আর তখনই হঠাৎ করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে গুড্ডি। আর তখনই গুড্ডিকে সামনে পেয়ে যাচ্ছেতাই ভাবে অশ্লীল কথাবার্তা বলে অপমান করতে শুরু করে অনুজ যা দূর থেকেই দাঁড়িয়ে শোনে যুধাজিৎ আর শিরিন।

এদিন অনুজ গুড্ডিকে সরাসরি বলে ‘ফুলসজ্জার রাতে তুমি বাইরে? তোমার হাজব্যান্ড ছেড়ে দিলো তোমাকে। নাকি ক্লান্ত হয়ে গেছে’? বাংলা সিরিয়ালের নায়ক নায়িকার এমন কুরুচিপূর্ণ সংলাপ শুনে রেগে লাল দর্শক। তাই ক্ষোভ উগরে দিয়ে কেউ লিখেছেন ‘লেখিকা ম্যাডাম কি জীবনে কারোর এরকম ফুলশয্যার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন না হলে মাথা থেকে এই টপিক আসলো কি করে’?

Bengali Serial,বাংলা সিরিয়াল,Guddi,গুড্ডি,Judhajit,যুধাজিৎ,Fulsojya,ফুলশয্যা,Anuj,অনুজ,Shirin,শিরিন,অশ্লীল,Indecent Comment,মন্তব্য,Audience,দর্শক,Anger,ক্ষোভ

আবার চাঁচাছোলা ভাষায় কারও মন্তব্য ‘ফুলসজ্জার রাতে তুমি বাহিরে,তোমার হাসবেন্ড ছেড়ে দিলো নাকি ক্লান্ত হয়ে গেছে।এমন ডায়ালগ ওয়ালা সিরিয়াল কোনো পরিবারের সাথে বসে দেখা আদৌও কি সম্ভব? এগুলো বারাবাড়ি’। একজন লিখেছেন ‘সবথেকে বিরক্ত কর সিরিয়াল দেখলে মাথা গরম হয়ে যায়’।
site