বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন রাজ করছে একটাই সিরিয়াল তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। নায়ক নায়িকা সূর্য -দীপা (Surjo Deepa)-র এই মিষ্টি প্রেমের গল্প ইতিমধ্যেই বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে দর্শকমহলে।
দর্শকদের ভালোবাসায় প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় তাক লাগছে এই সিরিয়াল। লাগাতার বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলে রেখে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। একটা সময় এই ধারাবাহিকের দর্শকদের কাছে মূল ইউএসপি ছিল তাদের প্রিয় ‘সুদীপা’ জুটির সুখী দাম্পত্য জীবন। যদিও এখন দিনে দিনে তাদের-কেও চাপিয়ে যাচ্ছে এই সিরিয়ালের দুই খুদে সদস্য।

হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে সূর্য দীপার দুই জমজ মেয়ে সোনা (Sona)- রুপা (Rupa)-কে নিয়ে। এখন এই সিরিয়ালের দর্শকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুই হয়ে উঠেছ এই দুই মিষ্টি বোন। টিভির পর্দায় তাদের পাকা পাকা কথা আর মজাদার ঝগড়া চুটিয়ে উপভোগ করেন দর্শক।

ধারাবাহিকে কথার ফুলঝুরি দীপার মেয়ে রুপার চরিত্রে অভিনয় করছেন শিশু অভিনেত্রী সৃষ্টি মজুমদার (Srishti Majumdar)। অন্যদিকে তোতলা কথা বলা সোনার চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী মিশিতা রায়চৌধুরী (Misheeta Ray Chowdhury)। সবে মাত্র গত কালই গিয়েছে সরস্বতী পুজো। আর পুজো উপলক্ষ্যে এদিন বিশেষ পর্ব দেখা গিয়েছে অনুরাগের ছোঁয়াতে।
এই পর্বে দর্শক দেখেছেন স্কুলের পুজোয় যোগ দিতে না পেরে শেষ পর্যন্ত ডাক্তারবাবুর হাত ধরেই তার বাড়িতে অঞ্জলি দিতে এসেছে রুপা। সেখানে প্রথমেই দেখা গিয়েছে দিদিভাইয়ের দেওয়া শাড়ি পরে আসায় সোনার সাথে একচোট ঝগড়া হয়ে গিয়েছে রুপার। এরপর উর্মি রুপাকে কথা শোনালে উল্টে সোনাই রুপার হয়ে কাকিয়াকে বকে দেয়।
এরপরেই দেখা যায় দুই বোনের ভাব হয়ে যেতেই তারা সূর্যের ঘরে গিয়ে মজার খেলায় মেতে ওঠে। স্টেথোস্কোপ হাতে নিয়ে রুপা নিয়েই ডাক্তার সেজে সোনাকে রুগী সাজিয়ে তাকে কখনও জোরে কষ্টে বলে আবার কখনও বড় করে জিভ বার করতে বলে। দূর থেকে এই দৃশ্য দেখে হাসতে শুরু করে সূর্য। আর গতকালের এই পর্ব দেখে বেজায় খুশি হয়েছেন দর্শকরাও।