এই দেশের সবচেয়ে জনপ্রিয় দুই বিষয়ের মধ্যে একটি যদি বলিউড (Bollywood) হয়, দ্বিতীয়টি নিঃসন্দেহে ক্রিকেট (Cricket)। এই দুই জগতের তারকাদের মধ্যে বহুবার সম্পর্কও গড়ে উঠতে দেখা গিয়েছে। সম্প্রতি যেমন নামী ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সাত পাক ঘুরেছেন অভিনেত্রী আথিয়া শেট্টি। যদিও তিনি প্রথম নন, শর্মিলা ঠাকুর থেকে শুরু করে অনুষ্কা শর্মা- তালিকায় রয়েছে বহু বলিউড নায়িকার নাম। তবে বি টাউনে এমন অনেক অভিনেত্রীও (Bollywood actress) রয়েছেন, যারা ক্রিকেটারদের (Cricketer) স্ত্রী হওয়ার পর অভিনয়কে বিদায় জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ অভিনেত্রীর নাম তুলে ধরা হল।
সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)- তালিকার প্রথম নামটিই হল জনপ্রিয় অভিনেত্রী এবং সলমন খানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির। ১৯৯৬ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। বিয়ের পর অভিনেত্রীকে সেই বছরই মুক্তিপ্রাপ্ত ছবি ‘নির্ভয়া’য় শেষ দেখা গিয়েছিল। এরপর অভিনয় দুনিয়াকে বিদায় জানান তিনি। প্রসঙ্গত, ২০১০ সালে বিচ্ছেদের পথে হেঁটেছেন আজহার এবং সঙ্গীতা।
হেজেল কিচ (Hazel Keech)- সলমন খান অভিনীত ‘বডিগার্ড’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন হেজেল। বলিউডের এই নামী অভিনেত্রী এখন স্বনামধন্য ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী। ২০১৬ সালে যুবরাজের সঙ্গে বিয়ের পর অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। এখন স্বামী-ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন হেজেল।
গীতা বসরা (Geeta Basra)- ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দিল দিয়া হ্যায়’র হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন গীতা। এরপর ‘সেকেন্ড হাজব্যান্ড’, ‘লক’এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে জনপ্রিয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে সাত পাক ঘোরেন গীতা। বিয়ের পর অভিনেত্রীকে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লক’এ শেষবারের মতো দেখা গিয়েছিল।
নাতাশা স্ট্যানকোভিচ (Natasha Stankovic)- জনপ্রিয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশাও মডেল এবং ডান্সার হিসেবে বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সত্যাগ্রহ’র মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ‘মেরি মেহবুবা’, ‘ঝলক দিখলা জা’র মতো শোয়ে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে ২০২০ সালে হার্দিকের সঙ্গে বিয়ের পর আর কোনও ছবি কিংবা গানে দেখা যায়নি নাতাশাকে।
সাগরিক ঘাটগে (Sagarika Ghatge)- শাহরুখ খানের মতো সুপারস্টারের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন সাগরিকা। সুপারহিট ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে তাঁর অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের।
বলিউডের এই নামী অভিনেত্রী ২০১৭ সালে নামী ক্রিকেটার জাহির খানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। ‘ইরাদা’ ছবির পর সাগরিকাকে আর কোনও সিনেমায় দেখা যায়নি।