বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে। একসঙ্গে কাজ করতে গিয়ে মন দেওয়া নেওয়া হয় বহু তারকার। এর মধ্যে কিছু প্রেম আজীবন টিকে গেলেও, বেশিরভাগ সম্পর্কই পরিণতি পাওয়ার আগে ভেঙে যায়। এমনই একটি সম্পর্ক হল জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) এবং অভিনেত্রী সৃজলা গুহর (Srijla Guha)। এই দুই তারকাকে এখন অবশ্য দর্শকরা ‘ভাসান বাপি’ এবং ‘পিহু’ নামেই বেশি চেনে।
কয়েকদিন আগে অবধিও রোহনকে ‘ডান্স ডান্স জুনিয়র’এ ভাসান বাপি হিসেবে দেখেছেন দর্শকরা। অপরদিকে সৃজলাকে দেখেছেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের নায়িকা পিহুর চরিত্রে। রোহনের ‘ডান্স ডান্স জুনিয়র’এর একটি পর্বেও দেখা গিয়েছিল নৃত্যশিল্পী সৃজলাকে। সরস্বতী পুজোর আগে প্রেমের মরসুমে এই দুই তারকাই ধরা দিলেন এক ফ্রেমে।
পর্দার ‘ভাসান বাপি’ এবং ‘পিহু’ যে একসময় প্রেম করতেন তা অনুরাগীদের অজানা ছিল না। বেশ কয়েক বছর একসঙ্গে ছিলেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক ভেঙেছে। দেখতে দেখতে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে রোহন-সৃজলার ব্রেক আপ হয়েছে।
প্রিয় জুটির সম্পর্ক ভাঙায় বেশ কষ্ট পেয়েছিলেন রোহন- সৃজলার অনুরাগীরা। অনেকেই ভেবেছিলেন, এরপর থেকে আর হয়তো একসঙ্গে দেখা যাবে না দু’জনকে। কিন্তু তেমনটা হল না। সরস্বতী পুজোর আগে আকাশে-বাতাসে যখন প্রেমের হাওয়া বইছে, ঠিক তখনই একসঙ্গে রঙমিলান্তি পোশাকে ধরা দিলেন দুই তারকা।
সরস্বতী পুজো তো আবার বাঙালির ভ্যালেন্টাইনস ডে- একথা আমরা প্রায়ই শুনে থাকি। আর প্রেমের মরসুমে প্রিয় জুটিকে ফের একবার একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই বেশ খুশি রোহন-সৃজলার ভক্তরাও। তাহলে কি বিচ্ছেদ ভুলে ফের কাছাকাছি আসছেন দু’জনে? অনেকের মনে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নও। চলুন আসল সত্যিটা জেনে নেওয়া যাক।
সত্যি সত্যিই রোহন- সৃজলা ফের কাছাকাছি আসেন নি। একটি নামী সংবাদমাধ্যমের হয়ে সরস্বতী পুজো স্পেশ্যাল ফটশ্যুট করেছিলেন দুজনে। লাল-সাদা শাড়িতে সৃজলা এবং লাল রঙের ধুতি ও সাদা রঙের পাঞ্জাবিতে রোহনকে একসঙ্গে দেখে চোখ ফেরানো মুশকিল হয়ে পড়েছে অনুরাগীদের কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ২০২১ সালের পুরোনো এই ছবি শেয়ার করেছেন এক নেটিজেন।
সেই ছবিই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি রোহন-সৃজলাকে ফের একসঙ্গে পর্দায় দেখার আবদারও করেছেন ভক্তরা। কারণ প্রেম শেষ হলেও বন্ধুত্ব চিরকাল থাকবেই। এছাড়াও প্রফেশনালি একসাথে কাজ করতে অসুবিধা নেই বলেই জানিয়েছিলেন দুজনে। এবার দেখা যাক, তাঁদের এই আবদার শেষ পর্যন্ত পূরণ হয় কিনা!