বিনোদন জগতে দুই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ঠান্ডা লড়াইয়ের বিষয়টি নতুন নয় একেবারেই। বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-এর অবদান এককথায় অনস্বীকার্য। একটা সময় এমন ছিল যখন একেবারে একার কাঁধে গোটা ইন্ডাস্ট্রির ভার বহন করেছিলেন অভিনেতা। আর এই কথাই বেশ গর্বের সাথে বলে থাকেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যাযয়ের ভক্তরা।
টলিউডের (Tollywood) ইন্ডাস্ট্রি বলা হয় তাঁকে। তাই বছর বছর ইন্ডাস্ট্রিতে আসা অসংখ্য উঠতি তারকাদের কাছে অনুপ্রেরণার আরেক নাম সকলের প্রিয় বুম্বাদা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কয়েক কাটিয়ে দিয়েছেন দিন। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে তাঁর অভিনয়ের হাতে খড়ি হয়েছিল একজন শিশু শিল্পী হিসাবেই। তাই নতুন পুরনো বিভিন্ন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সাথে পর্দা ভাগ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।
প্রসেনজিৎ বরাবরই ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতাদের যেমন সমীহ করেন তেমনি স্নেহ করে চলেন তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদেরও। প্রায় সকলের সাথেই ভালো সম্পর্ক রয়েছে অভিনেতার। কিন্তু এবার এহেন প্রসেনজিৎকেই চটিয়ে দিলেন টলিউডের এক জনপ্রিয় নায়ক। তিনি হলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। প্রসঙ্গত বনি নিজেও একজন স্টার কিড। ছোট থেকেই তার বাড়িতেও ছিল সিনেমার পরিবেশ।
প্রসঙ্গত বনির বাবা হলেন টলিউডের জনপ্রিয় পরিচালক অনুপ সেনগুপ্ত এবং মা প্রিয়া সেনগুপ্ত। একসময় বনির বাবার পরিচালিত একাধিক সিনেমায় চুটিয়ে কাজ করেছেন প্রসেনজিৎ। সেই সুবাদেই ছোট থেকে প্রসেনজিৎকে মামু বলে ডাকার অভ্যাস রয়েছে বনির। কিন্তু হঠাৎ করে বনির ওপরে প্রসেনজিৎ-এর রাগের (Anger) কারণ কি?
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) একটি এপিসোডের কথা বলা হয়েছে। যা থেকে জানা যাচ্ছে বনির ওপর প্রসেনজিৎ-এর রাগের কারণ। এদিন সকলের সামনে বনির সিক্রেট ফাঁস করেছিলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। প্রসঙ্গত একসময় বনির বাবা অনুপ সেনগুপ্তের একাধিক সিনেমায় প্রসেনজিৎ এর সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রচনা।
সেই কথা উঠতেই এদিন রচনা জানান ‘অনুপদার প্রচুর ছবিতে আমি আর বুম্বাদা অভিনয় করেছি। তখন বনি অনেক ছোট। তখন ও বুম্বাদাকে মামা বলত। আর এখন যখন সকলের সামনে ও মামা বলে ডাকে, তখন বুম্বাদা খুব রেগে যায়’। রচনার কথায় বনিকে নাকি এখন দাদা বলে ডাকার হুকুম করেন প্রসেনজিৎ।