• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’, রইল দুই নায়িকা থেকে নতুন হিরো সহ সকলের আসল পরিচয়

Published on:

Zee Bangla New Serial Icche Putul Cast actor actress real identity

টিভির পর্দায় এখন নিত্য-নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই জায়গা নিয়ে নিচ্ছে নতুন সিরিয়াল। এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Iche Putul)-এর প্রথম প্রোমো। যা দেখে মনে করা হচ্ছে দুই বোনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়েই শুরু হবে এই সিরিয়াল।

যা ইতিমধ্যেই দর্শকদের মনে উস্কে দিয়েছে স্টার জলসার পুরনো সিরিয়াল ‘ইচ্ছে নদী’র নস্টালজিয়া। তাই দর্শকদের একটা বড় অংশের দাবি আসলে ‘ইচ্ছে নদী’ ২ হতে চলেছে এই সিরিয়াল। আজ বংট্রেন্ডের পাতায় থাকছে এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের আসল পরিচয়।

Mainak Banerjeee opens up about his upcoming new serial

১. শ্বেতা মিশ্র (Sweta Mishra) : নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’-এর প্রোমোতে নায়িকা মেঘের দিদির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা মিশ্র-কে। ইতিপূর্বে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ধূলোকণা’য় খলনায়িকা  চড়ুইয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন শ্বেতা। এবার এই নতুন সিরিয়ালেও সম্ভবত খলনায়িকা হয়েই ধরা দেবেন তিনি
বাংলা সিরিয়াল,Bengali Serial,ইচ্ছে পুতুল,Iche Putul,শ্বেতা মিশ্র,Sweta Mishra,২. মৈনাক বন্দোপাধ্যায়,Mainak Banerjee,তিতিক্ষা দাস,Titikha Das,সোমা চক্রবর্তী,Soma Chakraborty,কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়,Krishna Kishore Mukherjee,Zee Bangla,Icche Putul Cast,Iccheputul actress Name,জি বাংলা,নতুন বাংলা সিরিয়াল
২. মৈনাক বন্দোপাধ্যায় (Mainak Banerjee) : ধারাবাহিকে প্রধান নায়ক অর্থাৎ মেঘের প্রফেসরের চরিত্রে দেখা গিয়েছে বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ মৈনাক বন্দোপাধ্যায়কে। ইতিপূর্বে ধূলোকণা সিরিয়ালে তানের চরিত্রে অভিনয় করে ভালোবাসা পেয়েছেন দর্শকদের। প্রসঙ্গত ‘অসম্ভব’ ধারাবাহিকের পর আবার এই মেগা সিরিয়ালে মুখ্য চরিত্রে কামব্যাক করেছেন মৈনাক।
Mainak Banerjeee opens up about his upcoming new serial
৩. তিতিক্ষা দাস (Titikha Das) : এতক্ষণ ধারাবাহিকের যে প্রধান নায়িকা মেঘের কথা হচ্ছিল সেই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তিতিক্ষা দাস-কে। আদতে দত্তপুকুরের বাসিন্দা এই অভিনেত্রী ইতিপূর্বে মুখ্য চরিত্রে  অভিনয় করেছেন কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে। মডেলিং অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিতিক্ষা কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,ইচ্ছে পুতুল,Iche Putul,শ্বেতা মিশ্র,Sweta Mishra,২. মৈনাক বন্দোপাধ্যায়,Mainak Banerjee,তিতিক্ষা দাস,Titikha Das,সোমা চক্রবর্তী,Soma Chakraborty,কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়,Krishna Kishore Mukherjee,Zee Bangla,Icche Putul Cast,Iccheputul actress Name,জি বাংলা,নতুন বাংলা সিরিয়াল
৪. সোমা চক্রবর্তী (Soma Chakraborty) : ধারাবাহিকে নায়িকা মেঘের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সোমা চক্রবর্তী-কে। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’-তে খলনায়িকা হীরা আম্মার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও দীর্ঘ দিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন ভিন্ন স্বাদের একাধিক চরিত্রে।


৫.কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় (Krishna Kishore Mukherjee) :
আকাশ বাংলা চ্যানেলের জনপ্রিয় সংবাদ অনুষ্ঠান ‘খোঁজখবর’ এর সঞ্চালক কৃষ্ণ কিশোরে মুখোপাধ্যায়কে, মনে আছে নিশ্চই? নতুন সিরিয়াল ইচ্ছে পুতুলে নায়িকা মেঘের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনিই।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥