সিরিয়ালপ্রেমী (Bengali Mega Serial) দর্শকদের কাছে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বিগত ২ বছরে এই সিরিয়ালের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের আবেগ। তাই টি আর পি তালিকার নম্বর দিয়ে নয় আজও দর্শকদের ভালোবাসাই এই সিরিয়ালের একমাত্র মাপকাঠি। একমাত্র এই কারণেই আজও মিঠাইরানীর জনপ্রিয়তায় আঁচ পড়েনি এতটুকুও।
সিরিয়ালের নিয়মিত যারা দর্শক তারা ইতিমধ্যেই দেখেছেন বেশ অনেকদিন হলো ধারাবাহিকে মৃত্যু হয়েছে মিঠাই রানীর। কিন্তু তারপর এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত সেই মৃত্যু রহস্যের সমাধান হয়নি। পরিবর্তে মিঠাইয়ের মৃত্যুর পর হুবহু মিঠাইয়ের মতোই দেখতে মিঠির আগমনে দর্শকমহলে তৈরি হয়েছিল দারুণ সাসপেন্স। এই মিঠিই আসল মিঠাই কিনা তা জানার জন্য সকলের মনেই রয়েছে সীমাহীন কৌতুহল। যদিও এই মিঠির সাথে মিঠাইয়ের স্বভাব চরিত্র আচার-আচরণ কোন কিছুরই মিল নেই।

একমাত্র ছোট্ট শাক্যর প্রতি তার রয়েছে এক নিখাদ মাতৃত্বের টান। অন্যদিকে সেদিন গোডাউনে আগুন লাগার ছবিটা এখন অনেকটাই স্পষ্ট হয়েছে সিদ্ধার্থের কাছে। সে বুঝতে পেরেছেন এই ষড়যন্ত্রের পেছনে কোন না কোন ভাবে যোগসূত্র রয়েছে তাদের চিরসূত্র আদিত্য আগারওয়ালের।

অন্যদিকে দেখা গিয়েছে মিঠাইয়ের মৃত্যুর রহস্য সমাধান করতে গিয়ে মিঠি গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার প্রতি আচরণে কিছুটা হলেও বদল এসেছে সিদ্ধার্থের। যা দেখে এক নতুন ষড়যন্ত্র শুরু করেছে নিপার মামাতো বোন সৌমি। কদিন ধরেই হুবহু মিঠাইয়ের মতো শাড়ি গয়না পড়া রহস্যময় নারীর এন্ট্রি হয়েছে সিরিয়ালে। যাকে কখনো মনোহরার সামনে মুন্নিতে চড়ে মিষ্টির হাঁড়ি নিয়ে যেতে দেখা যাচ্ছে। আবার কখনও মিঠাইয়ের মতো গান শোনাতে দেখা যাচ্ছে।

কিন্তু একবারও দেখা দিচ্ছে না সিদ্ধার্থকে। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিঠাই সিরিয়ালের সোম অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের সাথে হুবহু মিঠাই-এর সাজে একজন অচেনা মেয়ের ছবি ভাইরাল হয়েছে। যা দেখে মিঠাই ভক্তদের দাবি হুবহু মিঠাই এর মতো ওই রহস্যময়ী নারী আসলে এই নকল মিঠাই। অন্যদিকে সৌমির এই নকল মিঠাই কে নিয়ে আসার বুদ্ধির তারিফ করতে দেখা গিয়েছে মিঠাই ভক্তদের।

সে কথা জানিয়েই সম্প্রতি একজন মিঠাই ভক্ত সৌমির ছবি দিয়ে ক্যাপশনের লিখেছেন ‘এই মামাতো বোনটা একদিক থেকে ঠিকই করছে। এতে অন্তত সিড উপলদ্ধি করছে মিঠাই বেঁচে থাকতে পারে। কারণ সিড মিঠাইয়ের ডেডবডি দেখেইনি আর সেই গোডাউনে কতজন ছিল সেটাও জানে না। এতবছর পরে ওই মামাতো বোনের কারণেই সিড সেটা উপলদ্ধি করছে’।