বাঙালি পরিবারে সন্ধ্যে মানেই চায়ের আড্ডা আর সাথে সিরিয়াল (Bengali Mega Serial)। সারাদিনের কাজের ফাঁকে কিছুটা অবসর নিয়ে বিনোদনের জন্য টিভির সামনে হাজির হয়ে পড়েন সকলে। কারোর এই গল্প পছন্দ তো কারোর ওই গল্প। কিন্তু সেরা কাহিনী কার? এই প্রশ্নের জবাব মেলে প্রতি সপ্তাহের TRP তালিকা দেখেই। কারণ এই TRP পয়েন্টই সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বাংলা সিরিয়ালের নতুন টিআরপি তালিকা।
বিগত কয়েক সপ্তাহে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) আর জগদ্ধাত্রী (Jagaddhatri) এই দুই সিরিয়ালের মধ্যে জব্বর লড়াই চলছে। তবে সেরা হওয়ার দৌড়ে এবারেও বাজিমাত করেছে অনুরাগের ছোয়া। এই নিয়ে তিনবার পর পর বেঙ্গল টপার হল সূর্য-দীপার কাহিনী। অবশ্য নায়ক-নায়িকা নয় বর্তমানে সিরিয়ালের ইউএসপি দুই মেয়ে সোনা-রুপাই। এসপ্তাহে ৯.৫ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে অনুরাগের দীপা।
ঠিক তারপরেই রয়েছে জগদ্ধাত্রী। ৮.৮ পয়েন্ট পেয়ে এসপ্তাহেও দ্বিতীয় স্থানেই থাকতে হল জ্যাস সান্যালকে। গল্পে টান টান উত্তেজনা থাকলেও সোনা-রুপোর জনপ্রিয়তার কাছে টিকতে পারেনি। তাই গত দুবারের মত এবারেও দ্বিতীয় স্থানেই রয়ে গেল। এরপর তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। শৈল মাকে যোগ্য শাস্তি দিতে তৈরী গৌরী। আগামী ২৩শে জানুয়ারী হবে মহাপর্ব। তার আগে ৮.০ পয়েন্টে তৃতীয় স্থান দখল করল গৌরী এলো।
সেরা তিনের পরেই রয়েছে ইন্দ্র মিতুলের কাহিনী ‘খেলনা বাড়ি’। একেরপর এক ঝড় এসেই চলেছে মিতুলের জীবনে! প্রথমে ইন্দ্রবাবুর প্রথম স্ত্রী ফিরে এলো, তারপর এখন গুগলিকেও কেড়ে নিচ্ছে মিশকা। সব মিলিয়ে জমজমাট এই সিরিয়াল এবারে ৭.৮ পয়েন্ট পেয়েছে আর চতুর্থ স্থান দখল করেছে। এদিকে সৃজন পরনের কাহিনীও খুব একটা পিছিয়ে নিয়ে মাত্র ০.২ পয়েন্টের জন্য ৭.৬ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। সঙ্গে দোসর হয়েছে বাংলা মিডিয়াম। চলুন এবার সেরা দশের তালিকা দেখা নেওয়া যাক।
টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
অনুরাগের ছোঁয়া – ৯.৫ (প্রথম)
জগদ্ধাত্রী – ৮.৮ (দ্বিতীয়)
গৌরী এলো – ৮.০ (তৃতীয়)
খেলনা বাড়ি – ৭.৮
নিম ফুলের মধু / বাংলা মিডিয়াম – ৭.৬
রাঙা বউ, পঞ্চমী – ৭.২
গাঁটছড়া, আলতা ফড়িং – ৭.০
এক্কা দোক্কা – ৬.৯
মিঠাই – ৬.৫
সোহাগ জল, সাহেবের চিঠি, হরগৌরী পাইস হোটেল – ৫.৯
তালিকা দেখলে বোঝাই যাচ্ছে নতুনের মধ্যে বাংলা মিডিয়াম, রাঙা বউ ও পঞ্চমী বেশ ভালোই ফল করছে। তবে পঞ্চমী গতবারের তুলনায় নেমে গিয়েছে। অন্যদিকে মিঠাই সিরিয়ালের টিআরপিও নিম্নমুখী। আগে ৭-৮ এরমধ্যে থাকলেও এবার ৯ এ নেমে এসেছে।
সিরিয়াল ছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে জি বাংলার দিদি নং ১ এর প্রাপ্ত পয়েন্ট ৫.৮। এছাড়াও ঘরে ঘরে জি বাংলা ১.৩ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সারেগামাপা ও সুপার সিঙ্গার যথাক্রমে ৫.৩ ও ৩.৯ পয়েন্ট পেয়েছে।