টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই জায়গা নিয়ে নিচ্ছে কোনো না কোনো নতুন সিরিয়াল। গতকাল অর্থাৎ মঙ্গলবার-ই প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Iche Putul)-এর প্রথম প্রোমো। এই সিরিয়ালে প্রধান নায়কের চরিত্রে দেখা গিয়েছে বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ মৈনাক বন্দোপাধ্যায় (Mainak Banerjee)-কে।
এছাড়া দুই বোনের কাহিনী অবলম্বনে তৈরী এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র-কে। ধারাবাহিকে মেঘ অর্থাৎ তিতিক্ষার দিদির চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। প্রসঙ্গত স্টার জলসার ধূলোকণার চড়ুইয়ের মতোই এই সিরিয়ালেও খলনায়িকার ভূমিকায় দেখা যাবে শ্বেতাকে। অন্যদিকে ওই একই সিরিয়াল অর্থাৎ ধূলোকণার তানকেই এই সিরিয়ালে দেখা যাচ্ছে নায়িকা মেঘ-এর প্রফেসরের চরিত্রে।
প্রসঙ্গত ‘অসম্ভব’ ধারাবাহিকের পর আবার এই মেগা সিরিয়ালে মুখ্য চরিত্রে কামব্যাক করেছেন মৈনাক। তবে বাংলা সিরিয়ালের পাশাপাশি এখন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজের দুনিয়াতেও বেশ পরিচিত মুখ তিনি। তবে বহুদিন পর টেলিভিশনের পর্দায় একেবারে নতুন রূপে ফিরেছেন অভিনেতা।
সেই অভিজ্ঞতাটা ঠিক কেমন? এপ্রসঙ্গে জানতে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সাথে। উত্তরে অভিনেতা জানিয়েছেন, ‘কাজ করে যেতে চাই। টেলিভিশন হোক, ওয়েব বা সিনেমা কাজটা করে যেতে চাই নিয়মিত। খুবই ভালো লাগছে।’ আর নতুন সিরিয়াল নিয়ে দর্শকদের উদেশ্যে অভিনেতা বলেছেন, ‘আপনারা তান হিসেবে যথেষ্ট পছন্দ করেছেন। প্রচুর ভালোবাসা দিয়েছেন। আশাকরি এখানেও আপনাদের ভালো লাগবে। যেদিন থেকে শুরু হবে প্লিজ দেখুন। আশাকরি ভালো লাগবে।’
প্রোমো দেখে জানা গিয়েছে আগামী ৩০ জানুয়ারি থেকে রাত ১০টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল। আসলে জি বাংলার লক্ষ্মীকাকিমা সুপারস্টার সিরিয়াল শেষ হতেই আগামীদিনে তার জায়গা নিতে চলেছে এই সিরিয়াল।