হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। তারপরেই রিলিজ করবে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ (Pathaan)। এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪ বছর পর নায়ক হিসেবে বড়পর্দায় ফিরছেন ‘কিং খান’। তবে ছবি রিলিজের আগেই সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা ‘বয়কট’ ট্রেন্ডের কারণে নির্মাতারা বেশ চিন্তায় পড়েছেন। তবে ‘পাঠান’ রিলিজের দিন যত এগোচ্ছে, ততই কমছে বয়কটকারীদের দাপট। অন্তত বক্স অফিস কালেকশন তো সেকথাই বলছে। সম্প্রতি যেমন ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘কেজিএফ ২’কে (KGF 2) পিছনে ফেলে অনন্য রেকর্ড গড়ল শাহরুখের ছবি।
গত বছরের সবচেয়ে সফল ছবিগুলির মধ্যে একটি ছবি কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ ২’। বিশ্বব্যাপী প্রায় ১২০০ কোটি টাকা আয় করেছিল এই সিনেমা। এবার এই ব্লকবাস্টার ছবিকেই পিছনে ফেলে অনন্য এক রেকর্ড গড়ে ফেলল ‘পাঠান’। যা জানার পর স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি হয়েছেন শাহরুখের অনুরাগী-সহ সকল সিনেপ্রেমী মানুষরা।
শাহরুখের শেষ ছবি ‘জিরো’ যখন রিলিজ করেছিল, সেই সময় তার প্রতিপক্ষ ছিল যশের ‘কেজিএফ’। তখন কেউ ভাবেওনি ৫ বছরের মধ্যে ‘কেজিএফ’ এতখানি জনপ্রিয়তা লাভ করে ফেলবে। কিন্তু বাস্তবে তেমনটাই হয়েছে। ‘কেজিএফ’ তো বক্স অফিসে সফল হয়েছিলই, তবে সেই সিনেমাকেও পিছনে ফেলে দেয় ‘কেজিএফ ২’র সাফল্য।
তবে এবার ‘পাঠান’ রিলিজের আগেই যশ অভিনীত এই ব্লকবাস্টার ছবিকে পিছনে ফেলে দিল। সম্প্রতি বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই বক্স অফিস কালেকশনের নিরিখে জার্মানিতে ‘কেজিএফ ২’কে পিছনে ফেলে দিয়েছে ‘পাঠান’। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র অগ্রিম বুকিংয়ের নিরিখেই যশের ছবিকে টপকে গিয়েছে শাহরুখের সিনেমা।
শাহরুখ এমন একজন অভিনেতা যার ক্রেজ শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়। বিদেশেও অসংখ্য অনুরাগী রয়েছে ‘কিং খান’এর। ‘পাঠান’এর অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও সেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত অগ্রিম বুকিংয়ের মাধ্যমে জার্মানিতে ১৫০ হাজার ইউরো আয় করে ফেলেছে ‘পাঠান’। অপরদিকে ‘কেজিএফ ২’ সেদেশে ১৪৪ হাজার ইউরোর ব্যবসা (লাইফটাইম কালেকশন) করতে সক্ষম হয়েছিল।
‘পাঠান’এর প্রসঙ্গে বলা হলে, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই সিনেমা যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্তর্গত। পরিচালনা করেছেন ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘পাঠান’।