• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কালো কোট পরা যাবে না! দেব আনন্দের পোশাকের নিষেদ্ধাজ্ঞার পিছনের কারণ সত্যিই চমকে দেওয়ার মত

Published on:

Famous Bollywood actor Dev Anand was banned from wearing Black Coat because of this reason

বলিউডের মোস্ট হ্যান্ডসাম এবং রোমান্টিক হিরোদের মধ্যে অন্যতম  হলেন দেবানন্দ (Dev Anand)। ষাটের দশকে বিটাউনের আনাচে কানাচে ঘোরাফেরা করতো শুধু তাঁরই নাম। তাই তাঁর মৃত্যুর এতো বছর পরেও নিজের সেই অসামান্য অভিনয় গুনেই আজও অসংখ্য মানুষের হৃদয়ে রাজ্ করছেন অভিনেতা।

একটা সময় ছিল যখন দেবানন্দ বলতেই এক কথায় অজ্ঞান ছিলেন আসমুদ্র হিমাচল অসংখ্য তরুণী।তাঁকে এক ঝলক দেখার জন্য না জানি কত ধরণের কত রকম পাগলামি করতেন দেবানন্দের অসংখ্য মহিলা ভক্ত (Ladies Fan)। তাঁকে নিয়ে পাগলামির অন্ত ছিল না মহিলা ভক্তদের। এমনকি ও শোনা যায়, পর্দায় দেবানন্দের এক ঝলক পাওয়ার জন্যই একই সিনেমার টিকিটই লাইন দিয়ে হলেও বারবার কাটতেন মহিলা ভক্তরা।

Dev Anand,Bollywood Gossip,বলিউড,বলিউড গসিপ,দেব আনন্দ,Dev Anand Black Coat,Dev Anand Black Dress

ভক্তদের এমনি অসংখ্য পাগলামির  গল্প  আছে।  যা বলতে শুরু করলে আর বোধ হয় শেষ হওয়ার নয়।  তবে ভক্তদের ডাকে সাড়া দিতেন দেবানন্দও। মাঝে মধ্যেই সবাইকে চমকে দিয়েই হাজির হতেন ভক্তদের মধ্যে। বলা হয় দেবানন্দের মতো মহিলা ভক্ত পরবর্তীতে আর কখনও স্টারের হয়নি।

Dev Anand,Bollywood Gossip,বলিউড,বলিউড গসিপ,দেব আনন্দ,Dev Anand Black Coat,Dev Anand Black Dress

তবে সবথেকে আজব ঘটনা হল ষাটের দশকের স্বপ্নের পুরুষ দেবানন্দ কে একবার সামনে থেকে দেখার জন্য মহিলারা এতো টাই নেশাগ্রস্তের মতো জ্ঞানশ্যূন্য হয়ে পড়তেন যে  উঁচু উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ মারতেও দুবার ভাবতেন না।  রুপোলি পর্দার সাদাকালো নায়ক কে বাস্তবে সামনে থেকে দেখার আশায় নিজের প্রাণের ময় টুকু পর্যন্ত করতেন না অনেকে।

Dev Anand

তাই মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর  এই অসম্ভব ভীড় এবং মহিলা ভক্তদের প্রাণে বাঁচাতে একটা সময় নাকি রাস্তাঘাটে কালো কোট পরে বেরোনো নিষেধ ছিল দেবানানদের। তাই নাকি প্রবল ইচ্ছা সত্ত্বেও কালো কোট ছাড়াই বাড়ির বাইরে বের হতে হত দেবনান্দকে। তাই ষাটের দশকের  এই স্বপ্ন সুন্দর পুরুশের চাহনি থেকে শুরু করে সংলাপ বিপ্লৱ ধরণ কিছুই ভোলেননি তাঁর অসংখ্য অনুরাগী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥