• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখে ‘বলিউড বয়কট’ বলে বাড়ি গিয়ে হিন্দি সিনেমা দেখে! নিন্দুকদের একহাত নিলেন কুমার শানু

গত বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। একদিকে দক্ষিণী ছবির রমরমা বাজারের ফলে নাজেহাল অবস্থা হয়েছিল বলিউডের, অপরদিকে আবার দুশ্চিন্তা বাড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা ‘বয়কট বলিউড’ (Boycott Bollywood) ট্রেন্ড। সবমিলিয়ে একেবারে ল্যাজেগোবরে দশা হয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির। নতুন বছরের শুরুতেই আবার দেখা মিলেছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডের। সম্প্রতি এই ‘বয়কট’ ট্রেন্ড নিয়ে মুখ খোলেন নামী গায়ক কুমার শানু (Kumar Sanu)।

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ রিলিজে আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। আগামী ২৫ জানুয়ারি রিলিজ করবে সেই সিনেমা। কিন্তু রিলিজের দিন যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়বে ‘বয়কট পাঠান’ ট্রেন্ড। এবার সম্পূর্ণ বিষয়টি নিয়ে মুখ খুললেন কুমার শানু।

   

Kumar Sanu speaking

সম্প্রতি ‘একলা একা মনের সাথে’ গানের রেকর্ডিংয়ের জন্য কলকাতায় এসেছিলেন গায়ক। এক নবাগতা শিল্পীর সঙ্গে এই গান রেকর্ড করেছেন তিনি। এই গান প্রসঙ্গে কথা বলতে গিয়েই কুমার শানু ‘বয়কট বলিউড’ ট্রেন্ড নিয়েও মুখ খোলেন।

বলিউডের এই নামী গায়ককে চলতি ‘বয়কট বলিউড’ ট্রেন্ড নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘বয়কট বলিউড’ বলে কোনও কথা হয় না। যারা বলেন বয়কটের কথা, তাঁরাই ঘরে গিয়ে হিন্দি গান শোনেন আর হিন্দি ছবি তো দেখেনই। তাই এসব কথার কোনও মানে নেই। যারা করছেন তাঁরা করুক’।

Kumar Sanu

কুমার শানুর নতুন গান ‘একলা একা মনের সাথে’র কথা বলা হলে, এই গানটি তিনি নবাগতা শিল্পী মোনালিসা মুখোপাধ্যায়ের সঙ্গে গেয়েছেন। গায়ক জানান, গানটি ১০০ শতাংশ রোম্যান্টিক গান। পাশাপাশি মোনালিসারও ভূয়সী প্রশংসা করেন তিনি।

কুমার শানুর কথায়, ‘কেরিয়ার শুরুর সময় আমি কারোর সাহায্য পাইনি। কোনও সুরকার আমায় সাহায্য করেননি। শুধুমাত্র ঊষা উত্থুপ আমায় সবসময় উৎসাহ যুগিয়েছেন। আমি নতুন শিল্পীদের পাশে দাঁড়াতে চাই। ওঁদের লড়াইটা অনুভব করি। আর সেই জন্য আমি নতুন শিল্পীদের উৎসাহ দিই’।

site