এখনকার দিনে সব বাংলা সিরিয়ালেই (Bengali Serial) চালু হয়েছে এক নতুন ট্রেন্ড। দিনের পর দিন টি আর পি-তে পিছিয়ে পড়লেই এক ঝটকায় হয় স্লট পাল্টে দেওয়া হচ্ছে অথবা অসময়েই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল। অহেতুক ইলাস্টিকের মতো টেনে টেনে সিরিয়ালের গল্প বাড়ানোর দিন শেষ। তাই কারও বয়স এক বছর তো কারও মাত্র ৩ মাস।
স্টার জলসা (Star Jalsha) হোক কিংবা জি বাংলা সব চ্যানেলের ক্ষেত্রেই ছবিটা মোটামুটি এক। লক্ষ্য একটাই টিআরপি (TRP) তালিকায় তাক লাগানো রেজাল্ট করা। যার ফলে নিত্য নতুন সিরিয়ালের ভীড়ে একেবারে কোণঠাসা তুলনামূলকভাবে পুরনো সিরিয়ালগুলি। কিছুদিন আগেই ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল জি বাংলার সিরিয়ালগুলির টাইম স্লটে।
নতুন সিরিয়ালের দাপটে ওলট-পালট হয়ে গিয়েছিল একাধিক পুরনো সিরিয়াল সম্প্রচারের সময়। এছাড়া টিআরপি কমে যাওয়ায় খুব কম সময়েই শেষ হয়েছে এই চ্যানেলের একাধিক সিরিয়াল। এবার এই একই ছবি দেখা যাচ্ছে স্টার জলসাতেও। একের পর এক নতুন সিরিয়ালের ধাক্কায় শেষ হয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল। এবার এইভাবেই শেষের মুখে (Air Off) স্টার জলসার এক অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় অভিনীত এই সিরিয়াল নিয়ে শুরুর দিকে দর্শকমহলে বেশ ভালোই কৌতূহল ছিল। বেশ ভালো জনপ্রিয়তাও পেয়েছিল। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মোহর- এ শঙ্খ স্যারের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে দারুন ফ্যানবেস তৈরী করেছিলেন প্রতীক সেন।
অন্যদিকে এই সিরিয়ালের চিঠি অভিনেত্রী দেবচন্দ্রিমাও আগে সাঁঝের বাতি সিরিয়ালে চারু সেজে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে এই নতুন সিরিয়াল সাহেবের চিঠি কিন্তু সেভাবে চলল না। শোনা যাচ্ছে ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এই সিরিয়ালের। কিছু দিন আগেও যদিও এই খবর শোনা গিয়েছিল। কিন্তু তখন সিরিয়াল শেষ হবে নাকি স্লট পরিবর্তন হবে তা জানা যায়নি।