দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি ফের নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সংবাদমাধ্যম-সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু ‘পাঠান’ (Pathaan) নিয়েই চর্চা হচ্ছেই। এসবের মাঝেই সাউথ সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay) এবং বলিউড সুপারস্টার শাহরুখ খানের এক ছবিতে কাজ করার চর্চা শুরু হয়েছে।
গত ১০ জানুয়ারি প্রকাশ্যে এসেছে শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’এর ট্রেলার। সেই ট্রেলার দেখে দর্শকরা তো বটেই, বিনোদন দুনিয়ার তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সেই লিস্টে নাম রয়েছে সাউথ সুপারস্টার (South Superstar) থালাপতি বিজয়েরও।
শাহরুখের ছবির ট্রেলার দেখে থালাপতি টুইটারে লেখেন, ‘শাহরুখ খান স্যার এবং ‘পাঠান’এর সম্পূর্ণ টিমকে শুভেচ্ছা জানাই। এখানে ট্রেলারের লিঙ্ক রইল’। এরপর থেকেই দুই তারকাকে একসঙ্গে এক ছবিতে দেখার চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan
Here is the trailer https://t.co/LLPfa6LR3r#PathaanTrailer
— Vijay (@actorvijay) January 10, 2023
থালাপতি বিজয় সাম্প্রতিক অতীতে নিজের ইন্ডাস্ট্রির সিনেমা বাদে বাকি কোনও ইন্ডাস্ট্রির সিনেমার প্রচার করেননি। তাই স্বাভাবিকভাবেই তিনি শাহরুখের ছবির ট্রেলার নিয়ে লেখায় তাঁর অনুরাগীদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ জেগেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, থালাপতি নিজে শাহরুখের ছবি নিয়ে টুইট করায় এর প্রভাব দর্শকদের মধ্যেও পড়বে। সাউথ সুপারস্টারের অনুরাগীরাও হয়তো ছবিটি দেখতে যাবে, ফলত ছবির বক্স অফিস কালেকশনে এর সদর্থক প্রভাব পরিলক্ষিত হবে।
সম্প্রতি বলিউড হাঙ্গামা নামের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কয়েকজন ট্রেড অ্যানালিস্ট এবং চলচ্চিত্র বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁদের সামনে থালাপতি বিজয় এবং শাহরুখ খানের একসঙ্গে সিনেমা করা নিয়ে প্রশ্ন রাখা হয়। যা শোনার পর প্রায় প্রত্যেকেই একবাক্যে মেনে নেন এই দুই তারকা একসঙ্গে থাকলে বক্স অফিসে রীতিমতো ‘টাকার ঝড়’ উঠবে।
বিহারের রূপবাণী সিনেমার কর্ণধার বিশেক চৌহান যেমন বলেন, ‘আমার মনে হয় দারুণ হবে। দক্ষিণের সেরা অভিনেতা এবং বলিউডের সেরা অভিনেতাদের একসঙ্গে কাজ করা শুরু করা উচিত। তাহলেই আক্ষরিক অর্থে প্যান ইন্ডিয়া ছবি হবে। আর যদি শাহরুখ খান এবং বিজয়কে একসঙ্গে একটি সিনেমায় নেওয়া যায়, তাহলে ভাবো কত টাকা আয় করবে সেই ছবি! প্রথম দিনেই ১০০ কোটি টাকা কামিয়ে ফেলবে সেই সিনেমা। আমাদের এটাই লক্ষ্য হিসেবে স্থির করা উচিত’।