গত বছর বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত একটি বিষয় ছিল ‘বলিউড বনাম সাউথ’ (Bollywood vs South)। দুই ইন্ডাস্ট্রির একাধিক খ্যাতনামা তারকা এই বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন। গত কয়েকমাসে এই বিষয়ে চর্চা খানিক কমলেও, সম্প্রতি নামী দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলীর (SS Rajamouli) বয়ানের পর সেটি ফের শুরু হয়েছে।
সম্প্রতি রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’এর (RRR) ‘নাটু নাটু’ গানটি ‘গোল্ডেন গ্লোব’ (Golden Globe) জিতে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছে। সাউথ তো বটেই, বলিউডের একাধিক তারকাও শুভেচ্ছা জানিয়েছে পরিচালক-সহ ছবির সম্পূর্ণ টিমকে। এসবের মাঝেই সম্প্রতি এক বিস্ফোরক বক্তব্য করে বসেন রাজামৌলী নিজে।
সম্প্রতি ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকায় ‘আরআরআর’এর বিশেষ স্ক্রিনিংয়ে বক্তব্য রাখার সময় রাজামৌলী সাফ সাফ বলেন, এটি কোনও বলিউড সিনেমা নয়, বরং এটি একটি তেলেগু ছবি। যা শোনার পর ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে ‘বলিউড বনাম সাউথ’ বিতর্ক।
একটি নামী সংবাদমাধ্যমে পরিচালককে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘‘আরআরআর’ কোনও বলিউড সিনেমা নয়। আমি যেখান থেকে আসছি, সেই দক্ষিণ ভারতের একটি তেলেগু সিনেমা এটি। আমি গানটি (নাটু নাটু) গল্পকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করেছিলাম’।
রাজামৌলীর সংযোজন, ‘আমি এই উপাদানগুলির (গান) মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই। যদি সিনেমার শেষে আপনি বলেন, আমার ৩ ঘণ্টা সময় মনেই হয়নি। তাহলে একজন চলচ্চিত্রকার হিসেবে আমি সফল হবে’।
প্রসঙ্গত, সম্প্রতি ৮০তম ‘গোল্ডেন গ্লোব’এর পুরস্কার মঞ্চে সেরা গানের (মোশন পিকচার) খেতাব ছিনিয়ে নিয়েছেন ‘আরআরআর’এর ‘নাটু নাটু’। আসন্ন অস্কারের ‘অরিজিনাল সং’ বিভাগেও মনোনীত হয়েছে এই গানটি। দক্ষিণী সুপারস্টার রাম চরণ সম্প্রতি বলেছেন, ‘নাটু নাটু’ যদি অস্কার যেতে তাহলে তিনি এবং জুনিয়র এনটিআর মঞ্চে উঠে গানের তালে নাচতেও পারেন। এবার দেখার ‘নাটু নাটু’ ‘গোল্ডেন গ্লোব’ জেতার পর অস্কার জিতে ফের একবার ভারতের নাম উজ্জ্বল করতে পারে কিনা।