• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন অভিনয় তেমনি গানের গলা, মঞ্চে ‘অনুরাগের ছোঁয়া’র দীপার গান শুনে মুগ্ধ নেটপাড়া, রইল ভিডিও

Published on:

Anurager Chonwa serial Deepa actress Swastika Ghosh sang beautiful title track

দর্শকদের কাছে সিরিয়াল মানেই বিনোদনের অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও কবে যেন দর্শকদের অত্যন্ত কাছের হয়ে ওঠেন। অল্প দিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পাওয়া এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। এই ধারাবাহিকের নায়িকা দীপা (Deepa) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

মুখ্য চরিত্রে স্বস্তিকার এটাই প্রথম সিরিয়াল হলেও টেলিভিশন জগতে কিন্তু তিনি একেবারেই নতুন নন। ইতিপূর্বে বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয় করেছেনপর্দার দীপা। কিন্তু বেশিরভাগ সিরিয়ালেই পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাকে। তার মধ্যে অন্যতম ছিল সান বাংলার ‘সরস্বতী প্রেম’ সিরিয়ালের নায়কের বোনের চরিত্র। এছাড়া স্বস্তিকাকে দেখা গিয়েছিল ‘দত্ত এন্ড বৌমা’ সিরিয়ালেও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,গানের ভিডিও,Music Video,ভাইরাল ভিডিও,Viral video,সোশ্যাল মিডিয়া,Social Media

 একসময় টিকটকেও বেশ একটিভ থাকতেন অভিনেত্রী। প্রতিদিন শেয়ার করতেন নিত্যনতুন ভিডিও। তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে স্বস্তিকার অভিনয় তাকে এই অল্প কয়েকদিনেই এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এই সিরিয়ালের হাত ধরেই সোশ্যাল মিডিয়া (Social Media)-তেও নজর করা ফ্যান ফলোয়িং রয়েছে তার। তবে অনেকেই হয়তো জানেন না সাবলীল অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর রয়েছে আরও এক সুপ্ত প্রতিভা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,গানের ভিডিও,Music Video,ভাইরাল ভিডিও,Viral video,সোশ্যাল মিডিয়া,Social Media
তা হল অভিনেত্রীর দুর্দান্ত গানের গলা। সম্প্রতি স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের এই নায়িকা হাজির হয়েছিলেন এক অনুষ্ঠানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিরিয়ালের দীপার সাজ অর্থাৎ শাড়ি গয়না ছেড়ে জিন্স টপ পরে একেবারে স্বস্তিকা হয়েই ধরা দিয়েছিলেন পর্দার দীপা।

এদিন তাঁর গলায় প্রথমেই শোনা যায় জনপ্রিয় বাংলা গান ‘দয়াল মুর্শিদ যার সখা’। আর তারপরেই দর্শকদের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ছোঁয়া দিতে স্বস্তিকা গেয়ে ওঠেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের টাইটেল ট্র্যাক। আর ফেসবুকে ভাইরাল পর্দার দীপার  এই গানের (Music) অনুষ্ঠানের ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥