• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পূর্ণিমার চাঁদের আলো পড়তেই বেরিয়ে এল নাগীন রূপ! ‘পঞ্চমী’র দুর্দান্ত গ্রাফিক্স দেখে প্রশংসা দর্শকদের

নতুনকে জায়গা দিতে ইতিমধ্যেই জায়গা ছেড়েছে একাধিক পুরোনো সিরিয়াল। তাই ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একেরপর এক বাংলা সিরিয়াল। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মাধবীলতার’ সম্প্রচার শেষ হতেই  তার জায়গা নিয়েছে নতুন সিরিয়াল (New Serial) ‘পঞ্চমী’ (Panchami)।

সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে একেবারে আলাদা নাগ-নাগিনীর অলৌকিক এই কাহিনী শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরী করেছে ব্যাপক উন্মাদনা। এই নতুন সিরিয়ালের হাত ধরেই আরও একবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। আর তার বিপরীতে নায়ক কিঞ্জলের (Kinjol) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত কে (Rajdeep Gupta)।

   

Sushmita Dey opens up about her new serial Panchami

প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় মেগা ‘ওগো বধূ সুন্দরী’র পর এই প্রথম ছোটপর্দায় ফিরলেন তিনি। জনপ্রিয় লেখিকা সাহানা দত্তের লেখা এই সিরিয়ালের প্রতি শুরু থেকেই ভরসা রেখেছিলেন সিরিয়ালপ্রেমী দর্শকরা। আর এই সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক দর্শকদের প্রতিক্রিয়া দেখে একথা বলাই যায় দর্শকদের নিরাশ করেন নি লেখিকা।

ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ইচ্ছাধারী নাগিন পঞ্চমীর সাথে ইতিমধ্যেই বিয়ে হয়েছে কিঞ্জলের। বিয়ের পর থেকেই ইতিমধ্যেই স্যাপ নিয়ে নানা রকম কান্ড কারখানা দেখেছেন দর্শক। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি পঞ্চমীর রূপ।  যা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন অগণিত দর্শক।

New serial Panchami review

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি প্রোমো। সেখানে দেখা যাচ্ছে পূর্ণিমারচাঁদের আলো পঞ্চমীর গায়ে এসে পরতেই তার গায়ে মুখে গজিয়ে উঠছে সাপের আঁশ। আর পঞ্চমীর সামনেই ঘিরে রয়েছে আরও একঝাঁক সাপ (Snake)। কিন্তু নিজের রূপের আচমকা এই বদল দেখে পঞ্চমী নিজেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না।

সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে এই পর্বের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সত্যিই আস্তে আস্তে পঞ্চমী মানুষ থেকে সাপে পরিণত হয়েছে। যা দেখার পর আবার পঞ্চমী ভক্তদের একাংশের দাবি এই পর্বের সুন্দর একটা প্রমো আনা উচিত ছিল।

site