• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালো সিরিয়ালটার বারোটা বাজিয়ে দিল! ‘আলতা ফড়িং’র এক বছর পূর্তির সেলিব্রেশনে আক্ষেপ দর্শকের

Published on:

Alta Phoring Serial Completes 1 Year Celebration Photo Viral on Social Media

দর্শকদর মন পেতে টিভির পর্দায় এখন নতুন সিরিয়ালের (Bengali mega Serial) হুড়োহুড়ি। তাই স্বাভাবিকভাবেই একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে টিকে থাকার লড়াইয়ে প্রতিযোগিতাটাও স্বাভাবিকভাবেই আরওই বেশি। আজ থেকে এক বছর আগে ২০২২ সালের ১০ জানুয়ারি স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে এক ভিন্ন স্বাদের সিরিয়াল ‘আলতা ফড়িং’ (Alta Phoring)।

দেখতে দেখতে এরইমধ্যে এক বছর পার করল এই সিরিয়াল। গতকালই আলতা ফড়িং পা দিয়েছে তাদের গৌরবময় এক বছরে। তাই এই সিরিয়ালের গোটা পরিবারের  তরফ থেকে দর্শকদের অশেষ কৃতজ্ঞতা এবং  ধন্যবাদ জানানো হয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হয়েছিল আলতা ফড়িং সিরিয়ালের সদস্যদের একসাথে কেক কাটার একটি ছবি।

Alta Phoring New twist phoring pregnent

সেই ছবির কমেন্ট সেকশনে দর্শকদের একরাশ ভালোবাসার পাশাপাশি শুরু হয়েছে তুমুল ট্রোলিং। প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন গ্রামের মেয়ে ফড়িং-এর জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তৈরী এই সিরিয়ালের ছক ভাঙা গল্প অল্প দিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের।সিরিয়ালের শুরু থেকেই তাঁর বিপরীতে নায়ক অভ্রর (Abhra) চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা অর্ণব ব্যানার্জিকে (Arnab Banerjee)।

আলতা ফড়িং,Alta Phoring,ফড়িং,Phoring,অর্জুন,Arjun,অভ্র,Abhra,One year Celebration,এক বছরের সেলিব্রেশন,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Bengali Serial,Annyversary Celebration,সিরিয়ালের বর্ষপূর্তি

এমনিতে বেশি টিআরপির লোভে সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয়। ব্যতিক্রম নয় এই আলতা ফড়িং সিরিয়ালও। তাই একসময় সিরিয়ালে ফড়িংয়ের যে ব্যাঙ্ক বাবু তাকে তার স্বপ্ন পূরণের লড়াইয়ে সাহস জুগিয়েছিল এখন দেখা যাচ্ছে সেই-ই প্রধান খলনায়কে পরিণত হয়েছে। এখন ফড়িংয়ের সর্বনাশ করাই তার মূল লক্ষ্য। শুধু তাই নয় টিআরপিতে ভালো নম্বর পেতে আর এক নায়ক অর্জুনের (Arjun) সাথে ইতিমধ্যে বিয়েও হয়ে গিয়েছে ফড়িংয়ের। এমনকি এবার মা-ও হতে চলেছে (Pregnant) ফড়িং।

আলতা ফড়িং,Alta Phoring,ফড়িং,Phoring,অর্জুন,Arjun,অভ্র,Abhra,One year Celebration,এক বছরের সেলিব্রেশন,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Bengali Serial,Annyversary Celebration,সিরিয়ালের বর্ষপূর্তি

কিন্তু অভ্র নাকি অর্জুন সেই সন্তানের বাবা কে? তা নিয়ে দিশাহারা দর্শক। তাই দর্শকদের কথায় আলতা ফড়িং  সিরিয়ালের আনকোরা গল্প এখন একেবারে ‘ঘেঁটে ঘ’। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশনে এমনই একজন নেটিজেনের মন্তব্য ‘একটা সুন্দর ভালো গল্পকে ঘেটে ঘ করার জন্য আলতা ফড়িং এর রচনাকার কে ধন্যবাদ জানাই’।

এখানেই শেষ নয়, রসিকতা করে আর একজনের মন্তব্য ‘নারে বাবা এখন আর আলতা ফড়িং নেই l এখন ” গঙ্গা ফড়িং ” হয়ে গেছে। গল্পের গরু গাছে উঠে গেছে,জীবনে এই প্রথম দেখলাম নায়ক নাকি ভিলেন হয়ে গেল!’ তবে, ট্রোলিং হলেও জনপ্রিয়তা যে রয়েছে তা বোঝাই যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥