বাংলা ইন্ডাস্ট্রির নাম করা একজন অভিনেতা হলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলছেন ১২ বছর। এই দীর্ঘ অভিনয় জীবনে তাকে দেখা গিয়েছে ছোটো পর্দা থেকে বড় পর্দা উভয় ইন্ডাষ্ট্রিতেই। ইদানিং স্টার জলসার পর্দায় লীনা গাঙ্গুলীর লেখা চর্চিত অন্যতম সিরিয়াল ‘গুড্ডি’ (Guddi)-তে আইপিএস অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের (Anuj Chatterjee) চরিত্রে অভিনয় করছেন তিনি।
যদিও এই সিরিয়ালে অনুজ তার পেশার তুলনায় তার চরিত্রের জন্য বেশি চর্চিত দর্শকমহলে। বাংলা সিরিয়ালের ইতিহাসে তার মতো চর্চিত পুরুষ চরিত্র কিন্তু খুবই কম, প্রায় নেই বললেই চলে। যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনার শেষ নেই। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা সিরিয়ালের ভিডিও গুলির কমেন্ট সেকশনে গেলেই দেখা যাবে গুড্ডির স্যারজি অনুজকে নিয়ে দর্শকদের মাথাব্যথা কাকে বলে!
এমনিতে সিরিয়ালে লাগাতার পরকীয়া (Extra Marital Affair) প্রমোট করার জন্য দর্শকরা (Audience) ছেড়ে কথা বলেন না সিরিয়ালের লেখিকা লীনা গাঙ্গুলীকেও। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরু থেকেই দেখা যাচ্ছে নায়ক অনুজের সাথে ত্রিকোণ প্রেমের সম্পর্ক রয়েছে দুই নায়িকা, গুড্ডি এবং শিরিনের। দিনের পর দিন টিভির পর্দায় সেই একই সমীকরণ দেখতে দেখতে ভীষণ বিরক্ত দর্শকরা।
কখনও গুড্ডির প্রতি ভালোবাসা আবার কখনও স্ত্রী শিরিনের প্রতি দায়িত্ববোধ দিনের পর দিন অনুজকে এইভাবে দু-নৌকায় পা দিয়ে চলতে দেখে সকলের দাবি এইভাবে সমাজের প্রতি মোটেই কোনো ভালো বার্তা যাচ্ছে না। তাই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অনুজকে দুশ্চরিত্রের (Bad Charector) তকমা পর্যন্ত দিয়ে দিয়েছেন। কিন্তু অনুজ চরিত্রটি আসলে কেমন? লোকে যে তাকে এত গালাগালি দিচ্ছে এই প্রসঙ্গে বা কি মত অনুজ অভিনেতা রণজয় বিষ্ণুর?
সম্প্রতি এ প্রসঙ্গে সিটি সিনেমার সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেতা। সেখানেই তিনি জানিয়েছেন আসলে অনুজ চরিত্রটা নিজের পেশাগত জীবনে যতটা সর্টেড ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই ঘেঁটে থাকা একজন। যার অন্যতম কারণ তার ছোটবেলা।
রণজয়ের কোথায় চরিত্রটা নিয়ে পড়াশোনা করে যা বুঝেছেন ছোট বেলায় ৫ বছর বয়সে মাকে হারানো এঁবং তারপর বোর্ডিং স্কুলে যাওয়া সব মিলিয়ে তার বাইরেটাকে ভীষণ রুক্ষ করে রেখেছিল। যেটা গুড্ডি আসার আগে অবধি কেউ ভাঙতে পারেনি একমাত্র গুড্ডিই পেরেছে তার রাগের ওপরে গিয়েও তাকে প্রশ্ন করতে কিংবা কোথাও গিয়ে তাকে মায়ের মতো ভালোবাসা দিতে। তার আগে পর্যন্ত ভালোবাসা শব্দটার মানেই নাকি বোঝেনি কোনদিন।
তাই নাকি কিছু না বুঝেই শিরিনের প্রতি শুধু ভালো লাগা থেকেই সে শিরিনকে বিয়ে করেছিল। আর পরকীয়া প্রসঙ্গে অনুজ ওরফে রণজয় জানান এখনও পর্যন্ত গুড্ডি কিংবা শিরিনের সাথে দ্বিচারিতা সে করেনি তাই যেহেতু সে শুধু গুড্ডিকেই ভালোবাসে তাই শুধু তার সাথেই শারীরিক সম্পর্কে জড়িয়েছে,শিরিনের সাথে নয়।
তাছাড়া দর্শক অনুজকে গালাগালি দিলেও রণজয়কে তার অভিনয়ের জন্য যেভাবে প্রশংসা করছেন তাতে আপ্লুত অভিনেতা। তাছাড়া অভিনেতা এদিন জানিয়েছেন অনুজ চরিত্রের মধ্যে যে ধরনের শেডস, যে মানসিক দ্বিধা দ্বন্দ রয়েছে তাতে অভিনয় করতে গিয়ে তিনি বুঝতে পারেন এতে বেশ মানসিক চাপ পড়ে। কিন্তু তারপরেই এই চরিত্রে অভিনয় করতে তার নিজের খুব ভালো লাগে।