বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। অভিনয় জীবনের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা এই তারকা সন্তানের সৌন্দর্য্যে মুগ্ধ গোটা দেশ। সম্পর্কে তিনি বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাতনি।
তাই সৌন্দর্য্য ধরে ঠাকুমার কাছ থেকে যে তিনি গোপন টিপস নিয়ে থাকবেন সে কথার আর বলার অপেক্ষা রাখে না। আর নিজের সৌন্দর্য্য ধরে রাখতে সারার বরাবরের পছন্দ বেশ কিছু ঘরোয়া টোটকা। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো এই বলি সুন্দরীর এমনই ৫ টি বিউটি সিক্রেট।
১. অবশিষ্ঠ ফল (Leftover Fruit) : উজ্জ্বল সুন্দর ত্বকের জন্য নিজের ব্রেকফাস্ট থেকে বেচে যাওয়া অবশিষ্ট ফল নিজের মুখে প্রয়োগ করেন অভিনেত্রী। সারার কথায় ফলে থাকা প্রোটিন,খনিজ উপাদান, এবং ভিটামিন ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক আভা।
২.মধুর ফেসপ্যাক (Honey Face pack) : বলি অভিনেত্রী সারা আলী খান দোকান থেকে আনা ফেস প্যাকের বদলে ঘরে বানানো মধুর ফেসব্যাকের ওপর বেশি বিশ্বাসী। তাই মুখের ঔজ্জ্বল্য ধরে রাখতে তিনি নিয়মিত মুখে মধু এবং মাঝে মাঝে তার সাথে মালাই মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করেন।
৩. বাদামের পেস্ট (Almond Paste) : সারার কথায় একটি প্রাকৃতিক এক্সফ্লোয়েটর হিসাবে বাদাম পেস্ট অতুলনীয়। ত্বকের মৃত কোষ অপসারণ করতে এবং ত্বককে মসৃণ করতে বিশেষ ভাবে সাহায্য করে এই বাদাম পেস্ট। বাদামে থাকা ভিটামিন, প্রোটিন এবং মিনারেল ত্বকের জন্য বেশ উপকারী।
৪. নারকেল জল (Coconut Water) : ঘরোয়া টোটকা হিসাবে সারা আলি খানের প্রিয় ক্লিনজার হল নারকেল জল। ওয়ার্কআউটের পর নিয়মিত এই নারকেল জল পান করেন অভিনেত্রী।
৫. ৮ ঘন্টা ঘুম (8 hours of sleep) : সৌন্দর্য্য ধরে রাখতে সারার কাছে কমপক্ষে ৮ ঘন্টা ঘুম ভীষণ প্রয়োজনীয়। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন তাঁকে তাঁর ঠাকুমা শর্মিলা ঠাকুর ক্রমাগত ভালোভাবে ঘুমাতে এবং জল পান করতে মনে করিয়ে দেন।