• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুদীপার পর কাজ হারালেন রচনা! রাতারাতি বদলে গেল দিদি নং ১ এর সঞ্চালিকা

Published on:

Rachana Banerjee on Didi No 1 Zee Sarthak

রোজকার জীবনে কাজের ফাঁকে অবসর মিলতেই কমবেশি সকলেই পছন্দের বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখতে ভালোবাসেন। কিন্তু সারা সপ্তাহ ধরে একঘেয়ে সিরিয়াল দেখতে কারই বা ভালো লাগে! তাই দর্শকদের স্বাদ বদলের জন্য এখনকারদিনে  নন ফিকশন শোগুলির জুড়ি মেলা ভার। এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এমনই একটি রিয়ালিটি শো হল ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)।

বরাবরই এই শো নিয়ে দর্শকমহলে উন্মাদনার কিন্তু কোনো কমতি নেই। শুরু থেকেই এই শো-কে এক অন্য মাত্রা দিয়েছে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনা। সারা সপ্তাহ ধরেই এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবন সংগ্রামের কাহিনী শোনাতে আসেন বাংলার অসংখ্য দিদিরা। যা প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায় বাংলার অনান্য দিদিদের।দিদি নাম্বার ১,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,ওড়িয়া চ্যানেল,Odia Channel,জি বাংলা,Zee Bangla,জি সার্থক,Zee Sarthak

দীর্ঘদিন ধরে টলিউড অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের অনবদ্য সঞ্চালনা এই শোকে দিয়েছে এক আলাদাই মাত্রা। কিন্তু এরই মধ্যে এসে গিয়েছে একটি নতুন আপডেট। জানা যাচ্ছে জি কর্তৃপক্ষ এবার এই দিদি নাম্বার ওয়ান সঞ্চালনার দায়িত্ব দিচ্ছে অন্য একজনকে। তবে কি আর জি বাংলায় দেখা যাবে রচনা বন্দোপাধ্যায়ের মন মাতানো সঞ্চালনা।

আসলে চিন্তার কোনো কারণ নেই। কারণ এমন কিছুই হচ্ছে না। আসলে জি বাংলার দিদি নাম্বার ওয়ানের আদলে সম্প্রতি ওড়িয়া চ্যানেল জি সার্থক-এও সম্প্রচারিত হচ্ছে দিদি নাম্বার ওয়ান। বিষয়টি জি বাংলার দর্শকদের দারুন গর্বের। আঞ্চলিক ভাষায় এই শোয়ের সম্প্রচার শুরু হওয়ায় রীতিমতো উচ্ছসিত ভক্তরা।

দিদি নাম্বার ১,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,ওড়িয়া চ্যানেল,Odia Channel,জি বাংলা,Zee Bangla,জি সার্থক,Zee Sarthak

প্রসঙ্গত জি মানেই এমন একটা প্রোডাকশন যার জাতীয় স্তরে তো বটেই রয়েছে একাধিক আঞ্চলিক চ্যানেলও। বাংলা টেলিভিশনের জি বাংলা এমনই জনপ্রিয় টিভি চ্যানেল। এছাড়া হিন্দি,তামিল ওড়িয়াসহ আরো একাধিক  আঞ্চলিক ভাষার চ্যানেল। জি এর ওড়িয়া ভাষার চ্যানেলের নাম জি সার্থক। জি বাংলার মতোই এই জি সার্থক চ্যানেলেও মূলত মহিলাদের নিয়েই নানান মজার খেলা আর উপহার দেওয়া হয়।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥