এই মুহূর্তে স্টার জলসার অন্যতম শো’জ টপার মেগা সিরিয়াল হল ‘গাঁটছাড়া’ (Gantchora)। এই সিরিয়ালের আনকোরা স্ক্রিপ্ট একসময় এই সিরিয়ালের মুকুটে জুড়েছিল বেঙ্গল টপারের (Bengal Topper)শিরোপা। তবে ইদানিং এই মেগা সিরিয়ালের টিআরপি এখন একেবারে তলানিতে ঠেকেছে।
তাই পুরোনো জনপ্রিয়তা ফিরে পেতে সদ্য সিরিয়ালে এসেছে নতুন মোড়। কিছুদিন আগেই দেখা গিয়েছে সিংহরায় পরিবারের অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়েই ঘন জঙ্গলের মধ্যে আচমকা গায়েব হয়ে গিয়েছে সিরিয়ালের প্রধান নায়িকা খড়ি (Khori)। তারপর দর্শকদের নতুন চমক দিতে ইতিমধ্যেই এক বছরের লীপ নিয়ে নিয়েছে এই সিরিয়াল।
এরইমধ্যে অবশেষে খড়ি ওরফে ঈশা (Isha)-র মুখোমুখি হয়েছে ঋদ্ধি (Ridhi)। কিন্তু খড়ির এখন কিছুই মনে নেই। সে এখন পুরোপুরি মিস্টার ডি অর্থাৎ ঋদ্ধির জেঠু এবং ভালো মা অর্থাৎ মৈনাকের মায়ের ষড়যন্ত্রের শিকার। তাই স্মৃতিশক্তি হারিয়ে এখন ঈশার চরম শত্রু সিংহ রায় জুয়েলার্স এবং তার মালিক ঋদ্ধিমান সিংহরায়। কিন্তু একথা মানতে নারাজ ঋদ্ধি।
রাহুলের কাছ থেকে সিংহরায়দের সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই নিজের নাম লিখিয়ে নিয়েছে ঈশা। কিন্তু এতকিছুর পরেও ঋদ্ধির বিশ্বাস এই ঈশাই তার খড়ি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ভালো মা অর্থাৎ মৈনাকের মায়ের আসল চেহারা। সিংহরায়দের ওপর পূর্ণ রাগ থেকেই খড়িকে ব্যবহার কোর্সহ সে। অন্যদিকে বাড়ি হাতানোর পরেও খড়ি ওরফে ঈশা সিংহরায়দের ৭ দিনের সময় দিয়েছে।
কিন্তু এরইমধ্যে পাশা পাল্টে যেতে পারে সেই ভয়ে খড়িকে শর্ত দিয়েছে মৈনাকের সাথে বিয়ে না করলে সে তার মরা মুখ দেখবে। এরপরেই দেখা যাচ্ছে বিয়ের মন্ডপে ঈশা। কিন্তু এই সিরিয়ালের দর্শকদের জন্য আসল চমক অপেক্ষা করছে সিঁদুর দানের সময়। কারণ আগামী পর্বে সেখানে মৈনাকের বদলে দেখা যাবে ঋদ্ধিমানকে। আর এই ভাবেই ঋদ্ধি শেষ মুহূর্ত পর্জন চেষ্টা করবে খড়ির স্মৃতি শক্তি ফিরিয়ে আনার।