বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত পরিচিত মুখ আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)। কিছুদিন আগেই আকাশ আটের পর্দায় শেষ হয়েছে আয়েশা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক কাঞ্চি (Kanchi)। এই ধারাবাহিকে মুখ্য খলনায়িকা (Villain) রোহিনীর (Rohini) চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
এই সিরিয়াল শেষ হতে না হতেই অভিনেত্রীর হাতে এসেছে বিরাট সুযোগ। সিরিয়াল থেকেই এই অভিনেত্রী একেবারে সোজা পা রাখছেন বাংলা সিনেমায়। তাও আবার টলিউডের বস জিৎ (Jeet) এর সিনেমায়। জন্মদিনেই অভিনেতা জানিয়েছিলেন সামনেই আসছে তার নতুন সিনেমা চেঙ্গিস। রাজেশ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এবং জিৎ ওয়ার্ক প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় তৈরি এই সিনেমায় জিতের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee)।
এই ধারাবাহিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন আয়েশা। প্রসঙ্গত এটাই বড়পর্দায় আয়েশার প্রথম সিনেমা। প্রথম সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল এই টেলি অভিনেত্রীর? এ প্রসঙ্গে জানতে সম্প্রতি টলি গসিপ নামে একটি সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।
সেখানে তিনি জানিয়েছেন জিতের সাথে এই চেঙ্গিস সিনেমায় তার অভিনয়ের অভিজ্ঞতা। আয়েশার কথায় ‘প্রথম দিন যেদিন শুটিং শুরু হলো সেটা অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। প্রচুর নতুন ধরনের দৃশ্য করেছি প্রচুর চ্যালেঞ্জিং দৃশ্য করেছি। জিৎদার সঙ্গেও অনেকগুলো সিন করার সুযোগ পেয়েছি। তিনিও আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন’। অভিনেত্রীর কথায় গোটাটাই একটা খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল তার।
ছোট পর্দার খলনায়িকা থেকে সোজা একেবারে বড় পর্দায় সুযোগ পেয়েছেন আয়েশা। কিন্তু এই কাজে তিনি ঠিক কতটা খুশি। উত্তরে তিনি জানিয়েছেন ‘খুশি তো অবশ্যই তার সঙ্গে অনেক বেশি এক্সাইটেড’।তবে প্রথম সিনেমা হওয়ায় বেশ নার্ভাসও তিনি। তাছাড়া এতদিন সিরিয়াল করার পর প্রথম নিজেকে বড় পর্দায় দেখবেন তিনি। তাই বাকিদের তার অভিনয় কেমন লাগবে তা নিয়ে বেশ টেনশনে রয়েছেন অভিনেত্রী।